জেলে থাকা শান্তিপ্রসাদের বাড়ি থেকে উদ্ধার দেড় কিলো সোনা, ৫০ লক্ষ টাকা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জেলে থাকা শান্তিপ্রসাদের বাড়ি থেকে উদ্ধার দেড় কিলো সোনা, ৫০ লক্ষ টাকা

Share This
জেলে থাকা শান্তিপ্রসাদের বাড়ি থেকে উদ্ধার দেড় কিলো সোনা, ৫০ লক্ষ টাকা


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০১/০৩/২০২৩ : নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে আজ মোট দেড় কিলো সোনা, ৫০ লক্ষ টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথী  উদ্ধার করল সিবিআই।


এর আগে একটা সময় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি শিক্ষা দপ্তরের জন্যে একটি উপদেষ্টা কমিটি গঠন করেছিলেন, যে উপদেষ্টা কমিটির নেতৃত্ব দিতেন শান্তিপ্রসাদ সিনহা। হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি কান্ডের তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইর তরফ থেকে দাবী করা হয়েছে, সেই সময় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু দুর্নীতি হয়েছে, আর তা শান্তিপ্রসাদের হাত ধরেই হয়েছে এবং সবকিছু অবৈধভাবেই হয়েছে। গত ১০ই আগস্ট এই মামলায় শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। আজ সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান চালানো হচ্ছিল শান্তিপ্রসাদের বাড়িতে। 

তল্লাশি অভিযান চালিয়ে শান্তিপ্রসাদের বাড়ি থেকে আজ সিবিআই দেড় কিলো সোনা  এবং নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার করেছে। সেই সঙ্গে একটি নামের তালিকা পাওয়া গিয়েছে, যেখানে রয়েছে ১,৫০০ চাকরিপ্রার্থীর নাম। এছাড়াও উদ্ধার করা হয়েছে সম্পত্তির হিসাব খতিয়ান সম্বলিত বেশ কিছু কাগজপত্র। শান্তিপ্রসাদ রয়েছেন জেলে, তা সত্বেও তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সম্পদ। শান্তিপ্রসাদ বেনামে ফ্ল্যাটও কিনেছিলেন, সেই ব্যাপারেও তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে সিবিআই। এই ব্যাপারে এবার শান্তিপ্রসাদের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। সিবিআই জানতে চাইছে কেন শান্তিপ্রসাদ বেনামে ফ্ল্যাট কিনে রেখেছিলেন, আর কোথায় এই ধরনের বেনামে ফ্ল্যাট কিনে রাখা হয়েছিল, এই ফ্ল্যাট কেনার টাকার উৎস্য কি ?



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages