কাঁথির গ্রামে হু-এর সদস্যরা, তবু ভ্যাকসিন নিলো না এক পরিবার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কাঁথির গ্রামে হু-এর সদস্যরা, তবু ভ্যাকসিন নিলো না এক পরিবার

Share This
কাঁথির গ্রামে হু-এর সদস্যরা, তবু ভ্যাকসিন নিলো না এক পরিবার


আজ খবর (বাংলা), কাঁথি, পশ্চিম মেদিনীপুর, ১৮/০২/২০২৩ : স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে কাঁথির বিভিন্ন গ্রামে হঠাৎ পরিদর্শন করলেন  ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু-এর সদস্যরা।

কাঁথি-৩, দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের খারিজবাড় সু-স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রামে বিশ্ব স্বাস্থ্য সংস্থা "হু" আকস্মিক পরিদর্শনে আসে। হু-এর আধিকারিকরা ঐসব এলাকায় বিভিন্ন সরকারি বিদ্যালয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি ঘুরে ঘুরে শিশু, ছাত্র/ছাত্রীদের এম আর ভ্যাকসিন সংক্রান্ত খোঁজ খবর ও তাদের পোলিও কার্ড ও ভ্যাকসিন কার্ড সঠিক আছে কিনা ও সঠিক ভাবে টীকা নিয়েছে কিনা এই বিষয়ে তথ্য সংগ্রহ করেন। 


যাঁরা ঐ টিকা নেননি তারা যাতে তাড়াতাড়ি টিকা নেন সে বিষয়ে নির্দেশ দেন। এই বিষয়ে আমড়াতলিয়া গ্রামের জনৈক ধনঞ্জয় মন্ডলের পরিবারের ৩ টি শিশুকে বার বার বলা সত্ত্বেও টিকা দেওয়া যায় নি।  বিভিন্ন মহল, অঞ্চল প্রধান সুকুমার সাউ, কাঁথি-৩ সহ সভাপতি বিকাশ চন্দ্র বেজ,পঞ্চায়েত সদস্য গোকুল ভঞ্জ ও সু-স্বাস্থ্য কেন্দ্রের দিদি মণিগনের প্রচেষ্টা সত্ত্বেও শিশুদের এম আর ভ্যাকসিন দেওয়া যায় নি। কিন্তু কি কারণে ঐ পরিবার ভ্যাকসিন নেবে না তার কারণ হিসেবে বলেছেন, 'হোমিওপ্যাথি চিকিৎসা করা হচ্ছে তাই এই ভ্যাকসিন নেবে না। এই নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টিও হয়েছে। 

প্রশাসনের কাছে তাই সকলেই আবেদন করছেন যাতে ঐ পরিবারের সব শিশু টীকার আওতায় আসে এবং তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারে।



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages