শিসোদিয়ার রিম্যাণ্ড 'রিজার্ভ' রাখল আদালত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


শিসোদিয়ার রিম্যাণ্ড 'রিজার্ভ' রাখল আদালত

Share This

 

শিসোদিয়ার রিম্যাণ্ড 'রিজার্ভ' রাখল আদালত

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ২৭/০২/২০২৩ : আবগারি দুর্নীতি মামলায় দিল্লীর উপমুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়াকে গতকাল গ্রেপ্তার করেছিল সিবিআই, আজ শিসোদিয়ার বিরুদ্ধে রিম্যাণ্ড পিটিশন দাখিল করলেও তা রিজার্ভ রাখল দিল্লীর রৌজ  এভিনিউ আদালত।

রবিবার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই আবগারি নীতি মামলায় গ্রেফতার করেছিল দিল্লীর উপ মুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়াকে। আজ তাঁকে রৌজ  এভিনিউ আদালতে হাজির করা হয়।. জিজ্ঞসাবাদে সহযোগিতা করছেন না উপ মুখ্যমন্ত্রী এই অভিযোগ তুলে আজ সিবিআই পাঁচদিনের রিম্যাণ্ডের জন্যে আদালতে আবেদন জানায়। কিন্তু এই ব্যাপারে উক্ত আদালত এখনও  কোনো সিদ্ধান্তের কথা জানায় নি। 

সিবিআই মনে করছে আবগারি নীতি বিষয়টিতে খুব গোপনীয়তার সাথে এবং পরিকল্পনা করেই দুর্নীতি করা হয়েছিল। আজ দুঁদে আইনজীবী দয়ান  কৃষ্ণাণ মনীশ শিসোদিয়ার হয়ে আদালতে সওয়াল করেন এবং সিবিআই যে রিম্যাণ্ডের আবেদন জানিয়েছে তার তীব্র প্রতিবাদ করেন। তিনি শিসোদিয়ার  সমর্থনে আজ বলেন, "কেউ যদি কিছু বলতে ইচ্ছুক না হন, তাহলে তার ভিত্তিতে তাঁকে আর যাই হোক, গ্রেপ্তার করা যায় না।"

মনীশ শিসোদিয়ার গ্রেপ্তারির ব্যাপারে আজ সিবিআই-এর তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে মদ  দুর্নীতি কাণ্ডে মনীশ শিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি সিবিআইকে কোনোরকম সহযোগিতা করছেন না এবং প্রশ্নগুলিকে এড়িয়ে যাচ্চ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের ১৯ তারিখে মনীশ শিসোদিয়াকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ খবর, নিউজ আপডেট : শেষ পর্যন্ত সিবিআই এর আবেদনে সাড়া দিয়ে 5 দিনের রিম্যান্ড মঞ্জুর করল দিল্লীর রৌজ এভিনিউ আদালত। বিকেল 4:15 পর্যন্ত আদালত সিদ্ধান্ত স্থগিত রাখলেও বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আদালত মনীশ শিসোদিয়াকে 5 দিনের রিম্যান্ড দিয়ে দেন। এদিকে আজ দিল্লীতে উপ মুখ্যমন্ত্রীর দপ্তরে তল্লাশি চালায় সিবিআই ও ইডি। বেশ কিছু কম্পিউটর বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করছে আপ সমর্থকেরা।



Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages