ভোটের আগে ত্রিপুরায় অমিত শাহ ও মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভোটের আগে ত্রিপুরায় অমিত শাহ ও মমতা

Share This
ভোটের আগে ত্রিপুরায় অমিত শাহ ও মমতা


আজ খবর (বাংলা) , আগরতলা, ত্রিপুরা, ০৬/০২/২০২৩:  হাতে গোনা  আর কিছু দিন, তার পরেই অনুষ্ঠীত হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন।  আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিন জেলায় বিজেপি ও আই পি এফ টি মনোনিত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে দক্ষিন জেলার সমস্ত বিজেপি ও আই পি এফ টি প্রার্থীদের নিয়ে অনুষ্ঠীত করা হয় বিজয় সংকল্প জনসভা। 

আজকের এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভাৱতেৱ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।   জনসভায় প্রধান বক্তার পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা, বিজেপির দক্ষিন জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী শঙ্কর রায়, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি মনোনিত প্রার্থী প্রমোদ রিয়াং, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের আই পি এফ টি মনোনিত প্রার্থী শুক্লা চরন নোয়াতিয়া -সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা। 


বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূল কর্মসূচীর কথা জনসন্মুখে তুলে ধরেন।  তিনি জানান 'বর্তমানে ত্রিপুরা রাজ্যে বিজেপিকে হারানোর জন্য সিপিআইএম ও কংগ্রেস জোট বেধেছে।  অপর দিকে দুই জোট সঙ্গীকে পিছন থেকে পরোক্ষভাবে সাহায্যের হাত বারিয়ে দিয়েছে তিপ্রা মথা।  তাই কংগ্রেসকে ভোট দিলে সেই ভোট পাবে সিপিআইএম এবং তিপ্রা মথাকে ভোট দান করলে সেই ভোট চলে যাবে সিপিআইএম-এর কাছে।'  তাই রাজ্যে বিগত দিনের কালো দিন যাতে করে ফিরে না আসে, তার জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে ১৬ই ফেব্রুয়ারী পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি মনোনিত প্রার্থীদের বিপুল ভোটে জয় যুক্ত করার বিশেষ আহব্বান জানান।  

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বক্ত্যবের মাধ্যমে জানান, আসন্ন বিধাসভা নির্বাচনে বিজেপিকে  জয় যুক্ত করে রাজ্যে পুনরায় বিজেপি সরকার গঠন করলে এডিসি এলাকা উন্নয়নে কাজ করে যাবে রাজ্য সরকার। বিজেপি কর্তৃক আয়োজিত এই জনসভায় উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির জনসভার পাশাপাশি আজ ত্রিপুরার বিভিন্ন জায়গায় জন সংযোগ সারতে দেখা যায় তৃণমূল কংগ্রেস দলের সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও। দুদিনের ত্রিপুরা সফরে তাঁর সাথে আছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও. সঙ্গে আছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ইনচার্জ রাজীব ব্যানার্জি ও অন্যান্যরা। ত্রিপুরায় জন সংযোগের কাজে আজ একটি দোকানে সিঙ্গারা ভাজতে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, সঙ্গে পানও সাজেন তিনি। তাঁকে দেখতে ব্যাপক ভীড় জমে যায় সেখানে। আজ উদয়পুরে গিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজোও  দেন মমতা এবং অভিষেক।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages