আজ খবর (বাংলা), ইমফল, মনিপুর, ০৪/০২/২০২৩ : মনিপুর থেকে আজ একটি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে, যদিও সেই বিস্ফোরণে হতাহতের কোনো খবর নেই।
এদিন সকল ৬ টা নাগাদ মনিপুর পূর্ব জেলার হপ্তা কাংজেইবাং এলাকায় একটি মাঠে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ মাঠে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হচ্ছিল, সেখানেই মাঠের মধ্যে বোমাটি ফাটে। ঘটনার পরেই সেখানে পৌঁছে যায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঐ মাঠে এদিন একটি মাঝারি মানের চীনা হ্যাণ্ড গ্রেনেড ফাটানো হয়েছে।যার শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে।
গোটা ঘটনাটি নিয়ে মনিপুরের পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা করা বোমা ফাটিয়েছে, তাদের ধরতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। বিস্ফোরণের দায় এখনও কেউ নেয় নি। বিস্ফোরণের ফলে হতাহতের কোনো খবর নেই।
এদিকে আজ সকালেই ৬টা ১৪ মিনিটে মনিপুরের উখরুলে বিস্তীর্ন অঞ্চল কেঁপে ওঠে ভূমিকম্পে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০; ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের জন্যেও সেভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মনিপুর থেকে পাওয়া যায় নি।