জলপাইগুড়িতে লোটা কালিমাতার পূজো ও মেলা শেষ হল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জলপাইগুড়িতে লোটা কালিমাতার পূজো ও মেলা শেষ হল

Share This

জলপাইগুড়িতে লোটা কালিমাতার পূজো ও মেলা শেষ হল


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৬/০২/২০২৩ :  মাঘী পূর্ণিমা উপলক্ষে জলপাইগুড়ির লোটা কালিমাতার মেলা শেষ হল. এই মেলা উপলক্ষে রবিবার সাধারণ মানুষের ঢল  নেমেছিল।

জলপাইগুড়ি শহরের উপকন্ঠে মোহিত নগর এলাকায় করলে নদীর ধারে প্রতিবছর আয়োজিত হয় লোটা  কালি মাতার পূজা ও সেই সংলগ্ন মেলা। বলা হয়, এখানে লোটা  কালীমাতা খুবই জাগ্রতা। মেয়ের বিয়ের জন্যে বাসন দরকার হোক অথবা সংসারের দুর্দশা কাটাতে হোক লোটা কালী মায়ের শরণাপন্ন হলেই হল, দুর্দশা কেটে যাবেই। 


প্রতিবছর জলপাইগুড়ি শহরের উপকণ্ঠে আসাম মোড়ের কাছে মোহিত নগরে লোটা কালী মাতার পূজার আয়োজন করা হয়। মূলত দক্ষিণা কালি মাতার পূজা করা হয়। পূজাকে ঘিরে মেলা বেস যায়। করলা নদীর ওপর অস্থায়ী সেতু তৈরি করে দেওয়া হয়। পাঁচ দিন ধরে চলে এই মেলা। আশেপাশের গ্রাম, চা বাগান এবং জলপাইগুড়ি বা ময়নাগুড়ির মত শহর থেকেও ভক্তেরা ভীড় করেন এখানে। এই মেলায় ভক্তেরা প্রচুর পরিমানে পায়রা উড়িয়ে দেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages