ভূমিকম্পে টার্কি-সিরিয়ায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়ালো - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভূমিকম্পে টার্কি-সিরিয়ায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়ালো

Share This
ভূমিকম্পে টার্কি-সিরিয়ায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়ালো


আজ খবর (বাংলা), সানলিউরফা, টার্কি, ০৭/০২/২০২৩ : টার্কি এবং সিরিয়া এখন সততই  মৃত্যু উপত্যকা হয়ে উঠেছে। দফায় দফায় ভূমিকম্পের জেরে দুই দেশে মৃতের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে। গতকাল সোমবারও এই দুই দেশে তিন দফায় ভূমিকম্প হয়েছে। এই তিন দফার মধ্যে প্রথমবার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮, দ্বিতীয়বার ছিল ৭.৬ এবং তৃতীয়বার ছিল ৬.০;

সোমবার ভোর রাত্রে স্থানীয় সময় ৪:১৭ মিনিটে (১:১৭ মিনিট জিএমটি) প্রথমবার প্রবল ঝাঁকুনিতে ঘুম ভেঙে উঠে টার্কি ও সিরিয়াবাসীরা দেখেন চতুর্দিক লন্ডভন্ড হয়ে গিয়েছে। সিরিয়া ও টার্কির সীমান্তে সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টার্কির গাজিয়ানটেপ এলাকার নার্দাগী থেকে ২৩ কিলোমিটার পূর্ব দিকে, উৎস্যস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২৪.১ কিলোমিটার নিচে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৮;


এর পরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গাজিয়ানটেপ থেকে ১৩০ কিলোমিটার উত্তরে, টার্কির কাহারামনমারাস এলাকার এলবিস্তান জেলায়। রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ছিল ৭.৬; ভূমিকম্পের তৃতীয় ঝাঁকুনি অনুভূত হয় টার্কির গোকসুন্  এলাকায়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.০; টার্কি-সিরিয়া সীমান্ত তো বটেই, ভূমিকম্প অনুভূত হয়েছে লেবানন, জর্ডন, ইসরায়েল, জেরুজালেম এবং ইজিপ্ট থেকেও।

বিশ্বের বিভিন্ন এজেন্সিগুলি দাবী করছে এই ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৪,৩৭২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু বলছে টার্কি এবং সিরিয়া মিলিয়ে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এখনও  পর্যন্ত ১৫,৮৩৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages