![]() |
চেতেশ্বর পূজারা ও নরেন্দ্র মোদী |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ১৫/০২/২০২৩ : দেশের হয়ে শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। তার আগে প্রধানমন্ত্রীর সাথে গিয়ে তাঁর আহির্ব্বাদ চেয়ে নিলেন তিনি।
ভারতীয় ক্রিকেট খেলোয়াড় চেতেশ্বর পুজারা তাঁর ব্যক্তিগত শততম টেস্ট ম্যাচ খেলার আগে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সস্ত্রীক গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শ্রী মোদী চেতেশ্বর পুজারাকে শুভকামনা জানান।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেন :
“আজ পূজা এবং আপনার সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। আপনার শততম টেস্ট ম্যাচ এবং ভবিষ্যতের জন্য রইল অনেক শুভকামনা।@cheteshwar1”
Loading...