![]() |
টার্কিতে ভেঙে পড়েছে ১২০টি বাড়ি |
আজ খবর (বাংলা), আঙ্কারা , টার্কি, ০৬/০২/২০২৩ : ভয়াবহ ভুমিকম্পে কেঁপে উঠল টার্কি, পাশাপাশি কেঁপে উঠেছে সিরিয়া দেশটির বেশ কিছু এলাকা। টার্কির ভূমিকম্পে প্রাণ গিয়েছে ৭৬ জন মানুষের এবং সিরিয়ায় মারা গিয়েছেন অন্তত ৪২ জন বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪; তবে অন্য্ সূত্র অনুযায়ী জানা যাচ্ছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮ পর্যন্ত।
মধ্যরাত্রি ১টা বেজে ১৭ মিনিটে টার্কিতে ভূমিকম্প অনুভূত হয়। টার্কি ছাড়াও সিরিয়া ও লেবাননের সীমান্ত পর্যন্ত ব্যাপকভাবে কেঁপে ওঠে ভূপৃষ্ঠ। প্রথমবার ভূমিকম্পের পরপরই বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়, সেই আফটার শক দক্ষিণ ও মধ্য টার্কির প্রায় ৩২ কিলোমিটার জুড়ে অনুভূত হতে থাকে। মৃত্যুর পাশাপাশি টার্কিতে ভূমিকম্পে আহত হয়েছেন অন্ততপক্ষে ৪৪০ জন, ১২০টি বাড়ি ভেঙে পড়েছে। পাশাপাশি দেশ সিরিয়ায় ৪২ জনের মৃত্যু হয়েছে, আহত বহু।মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
টার্কি, সিরিয়া ও লেবাননে বিভিন্ন বাহিনীগুলি উদ্ধারকাজে নেমেছে। এই দেশগুলিতে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। টার্কি এবং পাশাপাশি দেশগুলিতে বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছে ভারতবর্ষ। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাঙ্গালুরুর 'এনার্জি উইক ২০২৩' শীর্ষক একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে বলেন, "১৪০ কোটি ভারতবাসীর সমবেদনা থাকছেই, পাশাপাশি ভূমিকম্পে বিধ্বস্ত দেশগুলিতে সম্ভাব্য যে কোনো রকম সাহায্য পাঠাতে প্রস্তুত ভারত।"