ঘন কুয়াশা : জলপাইগুড়িতে ট্রাক-এম্বুলেন্স সংঘর্ষ, মৃত ৩, আহত ৩ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ঘন কুয়াশা : জলপাইগুড়িতে ট্রাক-এম্বুলেন্স সংঘর্ষ, মৃত ৩, আহত ৩

Share This
ঘন কুয়াশা : জলপাইগুড়িতে ট্রাক-এম্বুলেন্স সংঘর্ষ, মৃত ৩, আহত ৩
দুমড়ে মুচড়ে যাওয়া এম্বুলেন্স 

আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৭/০২/২০২৩ : জলপাইগুড়িতে ট্রাকের সঙ্গে এম্বুলেন্সের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাত্রে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় এক রোগীকে নিয়ে ময়নাগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি এম্বুলেন্স। ঐ  রোগীকে উত্তরবঙ্গ হাসপাতালে ভর্তি করার কথা ছিল. এম্বুলেন্স মোট ৬ জন ছিলেন। ঘন কুয়াশার কারণেই হোক বা নিয়ন্ত্রণ হারিয়েই হোক অত্যন্ত দ্রুতগতিতে থাকা এম্বুলেন্সটি একটি ট্রাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাক চালক পলাতক।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ৫৩ বছর বয়সী ময়নাগুড়ির মুক্তি সাহা শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁর হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় মধ্যরাতেই ময়নাগুড়ি থেকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করতে নিয়ে যাওয়া হচ্ছিল একটি এম্বুলেন্স করে. এদিন রাত্রে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর জাবারভিটা নাম একটি জায়গায় এম্বুলেন্সটি একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে। 

মৃতদের মধ্যে একজন ঐ  রোগীর স্ত্রী রীতা  সাহা (৪০), বাপন ঘোষ (৩৩) এবং এম্বুলেন্সের চালক প্রশান্ত রায়. ঐ পরিবারের আত্মীয়  ঘন কুয়াশার কারণেই এমন  ঘটেছে। এই ঘটনায় তিন জন আহত হয়েছিলেন, যার মধ্যে দুইজনের  গুরুতর একজন বিপন্মুক্ত হয়েছেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages