বলরাম : টুইটে শোক জানালেন অজয় দেবগন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বলরাম : টুইটে শোক জানালেন অজয় দেবগন

Share This

 

বলরাম : টুইটে শোক জানালেন অজয় দেবগন

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৭/০২/২০২৩ : প্রয়াত হয়েছেন অন্যতম প্রবাদ প্রতীম ফুটবল খেলোয়াড় তুলসীদাস বলরাম। গতকাল ৮৬ বছর বয়সে কলকাতার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে আজ দেশজুড়ে শোক জ্ঞাপন চলছে। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন প্রখ্যাত অভিনেতা অজয় দেবগনও।

১৯৫০ ও ১৯৬০ এর দশকে ভারতীয় ফুটবলের সুবর্ন যুগে তিন ফুটবলারের জুটিকে প্রাধান্য দেওয়া হত।  সেই জুটিতে ছিলেন পিকে ব্যানার্জি, চুনী গোস্বামী এবং তুলসীদাস বলরাম। বাংলা তথা দেশের ফুটবলে যথেষ্ট অবদান রয়েছে ফুটবলার বলরামের। ১৯৬২ সালের এশিয়ান গেমসে বলরামের ভূমিকা ছিল অনবদ্য। ১৯৬২ সালের সেই ভারতীয় দলের খেলোয়াড়দের মধ্যে হয়ত আর কেউ কেউ জীবিত আছেন। এশিয়ান গেমসের ফাইনালে জাকার্তার মাঠে সেদিন ঝড় তুলেছিলেন বলরাম। সেবার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল ভারত।


শেষ বয়সে উত্তরপাড়ায় থাকতেন তুলসীদাস বলরাম। বয়সজনিত কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন। গতকাল ৮৬ বছর বয়সে কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। আইএফএ বলরামের মৃত্যুতে তিন দিনের শোক পালন করছে। এই তিন দিন আইএফএ-এর যে কোনো অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে; আইএফএ-এর পতাকা অর্ধনমিত রাখা হবে।

তুলসীদাস বলরামের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন অসংখ্য ফুটবল অনুরাগী। ঠিক তেমনই  শোক জ্ঞাপন করেছেন বলিউড অভিনেতা  অজয় দেবগন। একটি টুইট অজয় লিখেছেন "রেস্ট ইন পিস্ বলরাম স্যার। টিম ময়দান এবং আমার তরফ থেকে শোক জ্ঞাপন করছি।"  প্রসঙ্গত উল্লেখ্য, ময়দান নামে একটি সিনেমার শ্যুটিং করতে বেশ কিছুদিন কলকাতায় কাটিয়েছিলেন অজয় দেবগন। সেই সময় কলকাতা ময়দান এবং বাংলার ফুটবলের সাথে তাঁর নিবিড় সম্পর্ক তৈরি হয়েছিল।


 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages