আজ খবর (বাংলা), শুভা, ফিজি, ১৬/০২/২০২৩ : বিশেষ বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়ে ভারত এবং ভারত সরকারের ভূয়সী প্রশংসা করলেন ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা। সেই সঙ্গে ভারতকে তিনি ফিজির বর্তমান ও ভবিষ্যতের বিশেষ বন্ধু দেশ হিসেবে আখ্যা দিলেন।
ফিজিতে দ্বাদশ বিশ্ব হিন্দি অধিবেশনের অনুষ্ঠান শুরু হয়েছে। সেই উৎসবের আনুষ্ঠানিক উদযাপন করতে এসে ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা ভারতের পঞ্চমুখ হয়ে ওঠেন। সাংবাদিকদের তিনি যখন বিবৃতি দিচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত ছিলেন ভারতের বৈদেশিক সম্পর্কের মন্ত্রী এস জয় শঙ্কর। ফিজির প্রধানমন্ত্রী যখন সামনে ভারতের প্রশংসা চলেছেন, তখন কার্যতই দেখাচ্ছিল এস জয়শঙ্করকে।
ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা এদিন বলেন, "আমার বলতে বেশ ভাল লাগছে যে ভারত আমাদের দেশের বিশেষ বন্ধু এবং বিশ্বস্ত একটি দেশ. একটি উন্নয়নশীল দেশ গড়তে গেলে যে পরিকাঠামো দরকার হয়, ভারতের সাথে মাইল আমরা সেই ধরনের উন্নততর পরিকাঠামো গড়ে তুলতে পেরেছি। ফিজির অত্যন্ত প্রয়োজনের সময় ভারত আমাদের পাশে থেকে সবরকম সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, ফিজির মানুষের প্রাণ বাঁচাতে ভারত যেভাবে জীবনদায়ী ভ্যাকসিন এবং মানবিক সহযোগিতা পাঠিয়ে গিয়েছে এক কথায় তা অতুলনীয়।"
ফিজিতে দ্বাদশ হিন্দি কনফারেন্সের আয়োজনের জন্যেও ফিজির প্রধানমন্ত্রী রাবুকা ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ফিজি থেকে প্রতি বছর প্রচুর মানুষ ভারতে চিকিৎসা এবং উচ্চ শিক্ষার প্রয়োজনে। এদিন সেই বিষয়েও দুই দেশের মধ্যে কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।