আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 03/02/2023 : জলপাইগুড়ি শহরের পুরোন কর্মস্থলে নস্টালজিক হয়েই ছুটে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পুরোন কর্মস্থলও তাঁকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে স্বাগত জানালো।
সি ভি আনন্দ বোস বর্তমানে রাজ্যের রাজ্যপাল, এক সময় তাঁর কর্মস্থল ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়। তিনি কর্মরত ছিলেন জলপাইগুড়ির হেড অফিসে। জলপাইগুড়ি শহরটা তাঁর বড্ড চেনা। তাই অন্য্ সরকারি কাজে এসেও একবার নিজের পুরনো কর্মস্থলটি দেখে যাওয়ার মনোবাসনা পুরণ করলেন তিনি।
গতকালই শিলিগুড়ি থেকে রাজ্যপাল চলে এসেছিলেন জলপাইগুড়ি শহরে। এখানে পুরোন সহকর্মী অশোক কুমার রায়চৌধুরীর বাড়িতে যান। বেশ কিছুক্ষণ সময় কাটান। আজ সকালে জলপাইগুড়িতে মিশনারিজ অফ চ্যারিটিজ এর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সোজা চলে আসেন জলপাইগুড়ির ক্লাব রোডে স্টেট ব্যাঙ্কের হেড অফিসে। তাঁর পুরোন কর্মস্থলে। কার্যতই খুশী দেখাচ্ছিল রাজ্যপালকে।