আপ : নতুন মন্ত্রী হতে চলেছেন সৌরভ, অতিশী - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আপ : নতুন মন্ত্রী হতে চলেছেন সৌরভ, অতিশী

Share This
আপ : নতুন মন্ত্রী হতে চলেছেন সৌরভ, অতিশী


আজ খবর (বাংলা),  নতুন দিল্লী, ভারত, ০১/০৩/২০২৩ : আম আদমি পার্টি থেকে দুই বিধায়ককে মন্ত্রী হিসেবে তুলে নিয়ে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  নতুন করে মন্ত্রীত্ব পেতে চলেছেন বিধায়ক সৌরভ ভরদ্বাজ এবং অতিশী।

আবগারি দুর্নীতি কাণ্ডে  অভিযুক্ত দিল্লীর উপ মুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়া  গ্রেপ্তার হয়েছেন গত রবিবার। তিনি মোট ১৮টি দপ্তরের মন্ত্রী ছিলেন। উপ মুখ্যমন্ত্রী পদ থেকে ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন। এবার ছেড়ে দিচ্ছেন তাঁর হাতে থাকা অন্যান্য মন্ত্রকের দায়িত্ব। মনীশ শিসোদিয়ার আগেই  গ্রেপ্তার হয়েছেন আর এক সিনিয়ার আপ নেতা সত্যেন্দ্র জৈন. একমাস হয়ে গেলো সত্যেন্দ্র জেলে আছেন। মনীশ  এবং সত্যেন্দ্র দুজনেই নিজেদের হাতে থাকা মন্ত্রকগুলি ছেড়ে দিয়েছেন। এবার অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে সেইসব মন্ত্রকগুলিতে নিয়ে আসা হবে নতুন মুখ। 



মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলের বিধায়কদের মধ্যে থেকে সৌরভ ভরদ্বাজ এবং অতিশীর নাম ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন দিল্লীর লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার কাছে। সূত্র মারফত জানা গিয়েছে মনীশ শিসোদিয়ার  হাতে থাকা ১৮টি দপ্তরের পুনর্বণ্টন হবে আপ নেতা কৈলাস গেহলট  এবং রাজ কুমার আনন্দের মধ্যে। আপাতত এভাবেই ঘর সামাল দিতে চাইছে আম আদমি পার্টি। 

এদিকে গত রবিবার আবগারি দুর্নীতি কাণ্ডে  গ্রেপ্তার করা হয়েছিল মনীশ শিসোদিয়াকে, এরপর তিনি সুপ্রীম কোর্টে  আবেদন জানালেও লাভ কিছুই হয় নি। তাঁকে জেলে যেতেই হয়েছে। আবার আর্থিক দুর্নীতির দায়ে আর এক আপ নেতা সত্যেন্দ্র জৈন প্রায় এক মাস ধরে জেলেই রয়েছেন। তাই এবার পদত্যাগের পর এঁদের হাতে থাকা দপ্তরগুলিতে নতুন মুখের দরকার যেমন ছিল, তেমন দলের মধ্যেও নতুন অক্সিজেন জোগাতে নতুন মুখগুলিকে মন্ত্রী করে নিয়ে আসতে  চাইছেন অরবিন্দ কেজরিওয়াল।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages