পৌর ওয়ার্ড গঠন করে তাক লাগালেন কংগ্রেস কাউন্সিলর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পৌর ওয়ার্ড গঠন করে তাক লাগালেন কংগ্রেস কাউন্সিলর

Share This

পৌর ওয়ার্ড গঠন করে তাক লাগালেন কংগ্রেস কাউন্সিলর


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 27/02/2023 : ছাপ্পা ভোট, বুথ দখল, ইভিএম ভাংচুর এমনকি সাংবাদিক নিগ্রহের ঘটনায় তপ্ত হয়েছিল শহর জলপাইগুড়ি। পৌরভোটের সেই কলঙ্কজনক দিনটিকে গণতান্ত্রিক চেতনামনষ্ক জলপাইগুড়িবাসী দেখেন কালো দিন হিসেবেই। বর্তমানে যখন খারাপ রাজনীতি দেখতেই অভ্যস্ত আমরা। তখন পৌরভোটের বছরপূর্তির সময়েও গণতান্ত্রিক উপায়ে পৌর ওয়ার্ড কমিটি গঠন করে তাক লাগালেন জলপাইগুড়ি পুরসভার ২০ নং ওয়ার্ড এর কংগ্রেস কাউন্সিলর শুভ্রা দেব। রীতিমতো ব্যালট ছাপিয়ে সাধারণ নাগরিকদের ভোট নিয়ে তৈরি করলেন পৌর ওয়ার্ড কমিটি। 

কাউন্সিলারের কথায়, বর্তমানে গণতন্ত্রের হাল ভালো নয়। কিন্তু গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করা প্রয়োজন। তাই তিনি তৈরি করেছেন একটি করে ব্যালট পেপার। যা পৌঁছে দেওয়া হয় ওয়ার্ড এর সমস্ত বাড়িতে। যেখানে সহনাগরিকদের কাছে ওয়ার্ড এর একটি করে নাম প্রস্তাব চাওয়া হয়েছে। যাকে তার ওয়ার্ড কমিটির সদস্য হিসেবে চান। সাথে প্রস্তাবক নিজের নাম ও বিস্তারিত তথ্য দেবেন। এই ক্ষেত্রে কেউ তার পরিচয় প্রকাশ করতে পারেন, কেউ আবার তা গোপনও রাখতে পারেন। কাউন্সিলারের উদ্যোগে সাড়া দিয়ে প্রায় ৮৫০ জন মানুষ তাদের ভোট প্রয়োগ করেন। এদের মধ্যে থেকেই মোট ১২১ জন সর্বোচ্চ ভোট প্রাপকদের  বেছে নেওয়া হয়। 

গননা প্রক্রিয়াতেও চমকের ত্রুটি রাখেননি কাউন্সিলর। নিরপেক্ষ সংস্থা যাতে গননা করেন, সেই লক্ষ্যে তিনি গননার দায়িত্ব তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠন হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশনের হাতে। এই সংগঠন সম্প্রতি নিজেদের সাংগঠনিক নির্বাচন গোপন ব্যালটে সংঘটিত করে তাক লাগিয়েছিল। সংগঠনের সভাপতি নব্যেন্দু মৌলিক জানান, এইধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবী রাখে। 

কংগ্রেস কাউন্সিলরের এই উদ্যোগের প্রশংসা করেছেন ওয়ার্ড এর সহনাগরিক থেকে বিশিষ্টজনেরা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages