আজ খবর (বাংলা), জম্মু, জম্মু ও কাশ্মীর, ১৭/০২/২০২৩ : আজ ভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের কাটরা অঞ্চল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬;
সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে আজ ভোর ৫টা বেজে ১ মিনিটে জম্মুর কাছে অবস্থিত কাটরা কেঁপে ওঠে ভূমিকম্পে। বিখ্যাত হিন্দু তীর্থ বৈষ্ণদেবী যেতে হলে এই কাটরা দিয়েই যেতে হয়। শুক্রবার ভোর রাতে কেঁপে ওঠে এই কাটরা শহর।তবে মাঝারি মানের ভূকম্পন হওয়ায় হতাহতের কোনো খবর নেই। রিখটার স্কেলে এদিনের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬;
কাটরা শহরে ভূকম্পের উত্স্যস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে। কেন্দ্রস্থল ছিল কাটরা শহর থেকে ৯৭ কিলোমিটার পূর্বদিকে। এই ভূমিকম্পে হতাহত বা ব্যাপক কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায় নি।
Loading...