আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, ০৭/০২/২০২৩ : ধর্ষণ এবং ব্ল্যাক মেলিংয়ের অভিযোগ উঠল এক কাবাডি কোচের বিরুদ্ধে। ২৭ বছর বয়সী এক মহিলা খেলোয়াড়ের অভিযোগের ভিত্তিতে দিল্লীর বাবা হরিদাস নগর পুলিশ স্টেশন এই ব্যাপারে এফআইআর গ্রহণ করেছে।
ঐ মহিলা খেলোয়াড়ের অভিযোগ, যোগিন্দর নামে ঐ কাবাডি কোচের কাছে তিনি খেলা শিখতেন । ২০১২ সালে পশ্চিম দিল্লীর মুন্ডকার কাছে হিরানকুন্ডায় তিনি একটি টুর্নামেন্টের জন্যে প্র্যাকটিস করতেন। ২০১৫ সালের মার্চ মাসে তাঁর কোচ তাঁর সম্মতি ছাড়াই তাঁর সাথে যৌন স্থাপন করেন। শুধু তাই নয়, বিভিন্ন টুর্নামেন্ট থেকে উপার্জিত অর্থের অংশ তাঁকে দিয়ে দিতে বাধ্য করতেন। ঐ কোচ তাঁর আপত্তিকর ছবিগুলি ফাঁস করে দেওয়ার ভয় দেখাতেন। এভাবেই ব্ল্যাক মেল্ করে ২০১৮ সাল পর্যন্ত ঐ কোচ মোট সাড়ে ৪৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ২০২১ সালে মহিলা খেলোয়াড় বিয়ে করেন অন্য একজনকে, তবু তাঁর সেই কোচের ব্ল্যাক মেল্ বা হুমকি বন্ধ হয়নি। শেষমেশ ঐ মহিলা কাবাডি খেলোয়াড় দিল্লী পুলিশের শরণাপন্ন হন।
দিল্লী পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। আজ ঐ কোচকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোচের জবানবন্দী আদালতে রেকর্ড করা হচ্ছে।