পরিষদীয় বৈঠকে ফের মুখোমুখি মমতা ও শুভেন্দু - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পরিষদীয় বৈঠকে ফের মুখোমুখি মমতা ও শুভেন্দু

Share This
পরিষদীয় বৈঠকে ফের মুখোমুখি মমতা ও শুভেন্দু
শুভেন্দু অধিকারী 


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০২/২০২৩ : পরিষদীয় কমিটির বৈঠকে বুধবার ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখোমুখী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দুয়েক আগেই বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কটাক্ষ করেছিলেন শুভেন্দু, সেদিন তাঁর সেই বক্তব্যের জন্যে বিধানসভার স্পিকারের কাছে শুভেন্দুর হয়ে ক্ষমা চেয়ে রাজনীতিতে টেক্কা দিতে চেয়েছিলেন মমতা। আর এদিন বিরোধী দলনেতার সাথে বৈঠকও সেরে নিলেন। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়।


এদিন বৈঠক সম্পর্কে সাংবাদিকদের কাছে তৃণমূল নেতা তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "নিয়ম মেনেই পরিষদীয় কমিটির মিটিং হয়েছে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি নিজেও সেই বৈঠকে উপস্থিত ছিলাম। ঐ বৈঠকে শুভেন্দু এমন কিছু কিছু প্রসঙ্গের উত্থাপন করেছেন, যা হয়ত রাজ্য সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে না।"

শোভনদেব চট্টোপাধ্যায় 

মমতা যখনই  বৈঠকে ডাকেন শুভেন্দু অধিকারী নাকি সেসব কৌশলে এড়িয়ে যান বলে অভিযোগ উঠছিল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ শুভেন্দু এদিন নস্যাৎ করে দিয়ে বলেন, "নিয়ম মেনে বৈঠক করলে বৈঠকে উপস্থিত থাকতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু বেশিরভাগ সময়  নিয়ম না মেনেই বিভিন্ন বৈঠকে আহবান জানানো হচ্ছে। নোটিশ দেওয়ার ক্ষেত্রেও এমন কিছু মামুলি সংবাদপত্রকে বেছে নেওয়া হচ্ছে, যেগুলি হয়ত তিন বা চার হাজারের বেশি ছাপানো হয় না। সেসব কাগজ কেউ দেখে না।" 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages