আজ খবর (বাংলা), ওয়েলিংটন, নিউজিল্যান্ড, ১৫/০২/২০২৩ : টার্কি ও সিরিয়ার পর এবার নিউজিল্যান্ড। ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ডের মাটি, তবে হতাহতের খবর এখনও পর্যন্ত আসেনি সেই দেশ থেকে।
বুধবার সকাল ৬টা ৩৮ মিনিট নাগাদ (স্থানীয় সময় সকাল সাড়ে পাঁচটা) হঠাৎ করেই ভূমিকম্পে কেঁপে ওঠে দ্বীপভূমি নিউজিল্যান্ড। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭; সড়ক হওয়ার যথেষ্ট কারন ছিল. তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের কারনে হতাহতের কোনো খবর আসেনি নিউজিল্যান্ড থেকে।
আজ সকালে নিউজিল্যান্ডের কুক স্ট্রেট নামে একটি জায়গায় প্রথমে ভূমিকম্প আঘাত হানে। পরে দ্বীপভূমির অন্যত্র থেকেও ভূকম্পনের খবর আসতে থাকে। ভূমিকম্পের উত্স্যস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭৪.৩ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭; নিউজিল্যান্ড থেকে সেভাবে আফটার শকের খবর পাওয়া যায় নি. সরকারীভাবে সুনামি সতর্কতাও নেই.