কালকের মুজাহিদীনরাই আজকের জঙ্গী, ওদের লড়াইয়ে নামানো ভুল ছিল : পাকিস্তান - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কালকের মুজাহিদীনরাই আজকের জঙ্গী, ওদের লড়াইয়ে নামানো ভুল ছিল : পাকিস্তান

Share This
কালকের মুজাহিদীনরাই আজকের জঙ্গী, ওদের লড়াইয়ে নামানো ভুল ছিল : পাকিস্তান
রানা সানাউল্লাহ, আভ্যন্তরীন মন্ত্রী, পাকিস্তান 

আজ খবর (বাংলা), ইসলামাবাদ, পাকিস্তান, ০১/০২/২০২৩ : পেশোয়ারে ভয়াবহ বিস্ফোরণে প্রচুর মানুষের প্রাণ যাওয়ার পর পাকিস্তানে থাকা জঙ্গীদের সম্বন্ধে নতুন করে মূল্যায়নের প্রসঙ্গ উঠে এল পাক সংসদে। সে দেশের এক মন্ত্রী মেনেই নিলেন কিভাবে পাকিস্তানে জঙ্গীদের বার বাড়ন্ত দেশকে বিপদের মুখে ঠেলে নিয়ে যাচ্ছে। 

দিন দুয়েক আগেই পেশোয়ারে আত্মঘাতী জঙ্গী বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছে। আরও ২২০ জন মানুষ আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই ঘটনার প্ৰভাৱ পড়েছে পাকিস্তানের সংসদে বা ন্যাশনাল এসেম্বলিতে। পাকিস্তানের আভ্যন্তরীন মন্ত্রী রানা সানাউল্লাহ বুধবার সংসদে বিবৃতি দিতে গিয়ে মেনে নিলেন পাকিস্তানে জঙ্গী সক্রিয়তার কথা. তিনি বলেন, "আমরা মুজাহিদিন তৈরি করেছিলাম, যদিও মুজাহিদিন তৈরি করার খুব বেশি প্রয়োজনীয়তা ছিল না. কিন্তু তাদেরকে যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়াটা ছিল আরও বড় ভুল. আজ সেই মুজাহিদীনরাই অস্ত্রধারী জঙ্গী হয়ে গিয়েছে।"

প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, "এবার সরকার সিদ্ধান্ত নেবে কিভাবে দেশে থাকা এই জঙ্গিদেরকে মোকাবিলা করা হবে. " জঙ্গী দমন নিয়ে গতকাল পাকিস্তানের সংসদে ব্যাপক বিতর্ক হয়েছিল সদস্যদের মধ্যে। দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়নে বাধা, অর্থনীতিতে ধ্বস, আন্তর্জাতিক ক্ষেত্রেও ধূসর তালিকাভুক্ত হয়ে থাকা এই সব বিষয়ের পিছনে রয়ে গিয়েছে জঙ্গীদেড় কেউ প্রভাব বলে মনে করছে পাক সংসদ সদস্যদের একাংশ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages