মধ্যবিত্তদের আয়করে ছাড় ঘোষণা নয়া বাজেটে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মধ্যবিত্তদের আয়করে ছাড় ঘোষণা নয়া বাজেটে

Share This

 

মধ্যবিত্তদের আয়করে ছাড় ঘোষণা নয়া বাজেটে

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 01/02/2023 : আজ সংসদে বাজেট পেশ করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের মধ্যবিত্তদের করছাড়ের ক্ষেত্রে কল্পতরু হতে দেখা গেল কেন্দ্র সরকারকে।এবারের বাজেটে ৭% আর্থিক বৃদ্ধির দাবী করা হয়েছে।

আজ অর্থমন্ত্রী যে ঘোষনাগুলি করলেন -

বিশ্ব অর্থনীতিতে ভারত দশম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। নিজের লক্ষ্যে ভারত দ্রুত এগিয়ে চলেছে। প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে নলেজ নির্ভর অর্থনীতি চাইছে কেন্দ্র সরকার। 

কৃষিক্ষেত্রে আরও ঋণদানের পরিকল্পনা রয়েছে। কৃষিক্ষেত্রে ঋণদানের লক্ষ্যমাত্রা করা হয়েছে ২০ হাজার কোটি টাকা। কিষান ক্রেডিট কার্ডের বরাদ্দ ২০ লক্ষ কোটি টাকা করা হয়েছে। পরিবেশবান্ধব সার ব্যবহার করার ওপর জোর দেওয়া হবে। সমবায়গুলো  কৃষকরা শস্যের সঠিক মূল্য পায় সেটা দেখা হবে।  শস্য বাজারজাত করতে ডিজিটাল পরিষেবায় জোর দেওয়া হবে। পশুপালন এবং মৎস্যচাষেও জোর দেওয়া হবে। এবারে বাড়তি জোর দেওয়া হবে সবুজ শক্তির ওপর।

যোগাযোগ ব্যবস্থা আরও ভালভাবে গড়ে তুলতে দেশের ৫০টি বিমানবন্দরের আধুনিকীকরণ করা হবে। দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু হেলিপ্যাড তৈরি করা হবে।  দেশে বেসরকারি বিনিয়োগ বাড়ছে।  যা কিনা ২০১৩-১৪ সালের তুলনায় ৯ গুণ  বেশি। বেসরকারি বিনিয়োগ বাড়ার সাথে সাথে দেশে কর্ম সংস্থানও বাড়বে। রেলে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা।

কম বয়সীদের কর্মসংস্থানে জোর দেওয়া হবে। ১৫৭টি নার্সিং কলেজ তৈরি করা হবে। শিশু ও কিশোরদের জন্যে ডিজিটাল লাইব্রেরি তৈরি করে দেওয়া হবে। যুব শক্তির স্বপ্ন পূরণের জন্যে বিভিন্ন জায়গায় স্কিল সেন্টার গড়ে তোলা হবে। শিল্পকর্মের ওপর বাড়তি জোর দেওয়া হবে। বিভিন্ন রাজ্যে ৩০টি প্রশিক্ষণ শিবির তৈরি করা হবে। এমএসএমই দের  ঐ  প্রশিক্ষণ শিবিরে যুক্ত করা হবে। প্রশিক্ষণপ্রাপ্ত যুবারা বিভিন্ন সংস্থায় বৃত্তিমূলক কাজকর্ম করে কেরিয়ার গড়ে তুলতে পারে।

ব্যাঙ্কিং সেক্টরকে ঢেলে সাজানো হবে। কেওয়াইসি পদ্ধতি সরলীকরণ করা হবে। ঠিকানা পরিবর্তনের পদ্ধতিও সহজ হবে।ব্যাংকিং পরিষেবার মানোন্নয়ন করা হবে। সমস্ত ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে এজেন্সিগুলিতে প্যান কার্ড হবে প্রকৃত পরিচয়। মহিলাদের জন্যে মহিলা সন্মান সার্টিফিকেট স্কীম  চালু করা হবে। সেই স্কীমে ২ লক্ষ টাকা ২ বছরের জন্যে ফিক্সড ডিপোজিট রাখলেই মহিলারা ৭.৫% সুদ পেয়ে যাবেন। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে স্কীমের উর্দ্ধসীমা ১৫ লাখ টাকা থেকে  বাড়িয়ে ৩০ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে।

আবাস যোজনায় বাজেট বেড়েছে ৬৬%. ৫জি পরিষেবার জন্যে দেশে ১০০টি ল্যাব তৈরি করা হবে। জম্মু ও কাশ্মীর, লাদাখ ও উত্তর পূর্ব ভারতের উন্নয়ন ও কর্ম সংস্থানে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। কৃত্রিম পরিবেশ বান্ধব হীরে উৎপাদনে জোর দেওয়া হবে।

পর্যটন শিল্পের প্রসারের জন্যে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। সীমান্ত অঞ্চলের পর্যটনে বাড়তি গুরুত্ব দেওয়া হবে। 'দেখো আপনা দেশ' প্রকল্পের অধীনে  নতুন উদ্যোগীদের তুলে ধরা হবে। বিদেশী পর্যটকেরা যাতে স্বাচ্ছন্দ এবং নিরাপত্তা পান সেই বিষয়টিও দেখা হবে।  রাস্তার খাবারের গুণমান বজায় রাখা হবে। 

আয়করে ব্যাপক ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে - প্ৰস্তাৱ দেওয়া হয়েছে ৭ লক্ষ টাকা আয়ে কোনো রকম আয়কর দিতে হবে না। অর্থাৎ আয়কর ছাড়ে বার্ষিক আয়  ৭ লক্ষ টাকা হলেও আয়কর দিতে হবে না। যেটা আগে  ছিল ৫ লক্ষ পর্যন্ত। নতুন আয়কর ছাড় প্রকল্পে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়কর লাগছে না। ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত ৫%, ৬ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত ১০%, ৯ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত ১৫%, ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ২০% এবং ১৫ লক্ষ টাকার বেশি বার্ষিক আয়ের ক্ষেত্রে ৩০% আয়কর দিতে হবে।

বাজেটে দাম কমল - হীরের গহনা, মোবাইল ফোন, খেলনা সামগ্রী, গাড়ি, টিভি, বায়ো গ্যাস, ব্যাটারি।

বাজেটে দাম বাড়ল - সিগারেট, কিচেন চিমনি, প্ল্যাটিনাম, সোনা।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages