এবার জেলাস্তরেও দাবা চ্যাম্পিয়নশীপ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এবার জেলাস্তরেও দাবা চ্যাম্পিয়নশীপ

Share This

 


আজ খবর (বাংলা),  কোন্নগর, হুগলী,৩০/০১/২০২৩ : দুই দিন ব্যাপী সারা বাংলা দাবা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়ে গেল হুগলির হিন্দমোটরে l বিভিন্ন জেলা থেকে প্রায় ২০০র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলো এই দাবা  প্রতিযোগিতায়। এই  প্রতিযোগিতায় বিজেতা দুইজন বাংলাকে জাতীয় স্তরের দাবায় রিপ্রেজেন্ট করবে। দুই দিনব্যাপী রাজ্য স্তরের দাবা প্রতিযোগিতায় বিজয়ী হয় মাত্র ১১ বছর বয়সী নিলাদ্রী ব্যানার্জী। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন দাবা জগতের দিগপাল বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। 

দাবা খেলার  প্রচলন জেলা স্তরে যত বাড়বে তত জেলা থেকে আরো ভালো ভালো প্লেয়ার উঠে আসবে দেশের জন্য। তাই এবার  প্রথমবার  রাজ্যস্তরের দাবা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে জেলাতে। এতদিন সমস্ত রাজ্যস্তরের খেলা হত কলকাতা কেন্দ্রিক। এই প্রথমবার জেলাতে খেলার সুযোগ গড়ে ওঠায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ছোট থেকে বড় দাবারুরা সুযোগ পাবেন নিজেদের প্রতিভাকে সবার সামনে প্রকাশ্যে আনার। হুগলির হিন্দমোটরের চেস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনেন স্মৃতিভবনে দুইদিন ব্যাপী যে রাজ্য দাবার আয়োজন করা হয়েছিল সেখানে নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল সমস্ত জায়গা থেকে মিলিয়ে মোট ২০৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। 

এই দাবা প্রতিযোগিতার বিষয়ে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বরুয়া জানান, "দক্ষিণ ভারত বরাবরই দাবার খেলোয়াড় তৈরির আঁতুড় ঘর। কারণ দক্ষিণ ভারতে দাবা খেলাকে তারা নিজেদের জেলার মধ্যে প্রচলন করাতে সক্ষম হয়েছে। বাংলাও সেই একই পথে হাঁটতে শুরু করেছে। জেলা স্তরে দাবা খেলাকে নিয়ে যেতে পারলে জেলার মধ্যে যে ফ্রেশ ইয়াং ট্যালেন্ট আছে তারা সামনে আসার মঞ্চ পাবে।"  তিনি আশাবাদী এই ধরনের প্রতিযোগিতা আরো যত বাড়বে ততই বাংলায়  দাবার জন্য সুবর্ণ দিন এগিয়ে আসবে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages