চরম সঙ্কটে যোশীমঠ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চরম সঙ্কটে যোশীমঠ

Share This
চরম সঙ্কটে যোশীমঠ


আজ খবর (বাংলা), যোশীমঠ, উত্তরাখন্ড, ০৭/০১/২০২৩ :  উত্তরাখণ্ডের যোশীমঠ জায়গাটি কি বসে যাচ্ছে ? চরম সঙ্কটের মুখে যোশীমঠ। গোটা পাহাড় ক্রমে ক্রমে বসে যাচ্ছে বলে জানা যাচ্ছে। 

উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র যোশিমঠ। উচ্চতা প্রায় সাড়ে ছয় হাজার ফুট।  এই শহর থেকেই  বিভিন্ন রুটে চলে যাওয়া যায়, তাই উত্তরাখণ্ডের পর্যটন মানচিতে যথেষ্ট উজ্জ্বল নক্ষত্র যোশীমঠ। সম্প্রতি সেই যোশীমঠ শহরে ভাঙ্গন দেখা দিয়েছে। পাহাড় জুড়ে বিশাল চওড়া চওড়া ফাটল দেখা গিয়েছে। শহরের বাড়িগুলি হেলে পড়তে শুরু করেছে। শহরের বিভিন্ন জায়গা থেকে পাহাড় ফাটিয়ে জল বের হতে শুরু করেছে। সব মিলিয়ে বলাই যায় যে, যোশীমঠের অবস্থা বেশ সঙ্কটাকীর্ন।  অবস্থা এতটাই জটিল যে আজ সেই শহরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে পৌঁছে যেতে হয়েছিল।


যোশীমঠের রাস্তাগুলিতে বড়বড়  ফাটল তৈরি হয়েছে, পাহাড়ের গায়েও তৈরি হয়েছে বড় বড় ফাটল। বেশ গভীর সেই ফাটলগুলি। যোশীমঠের বেশ কিছু বাড়ি, অফিস এবং হোটেলের দেওয়ালে বড়বড়  ফাটল তৈরি হয়েছে। পাহাড়ের গায়ে থাকা বেশ কিছু পিলারের গায়েও ফাটল দেখা গিয়েছে। সেতুগুলিতেও ফাটল ধরেছে, যার ফলে কয়েকটি জায়গায় রাস্তা বন্ধ  রাখতেও হয়েছে। কিছু কিছু জায়গায় আবার ধ্বস নামার খবরও পাওয়া গিয়েছে। সব মিলিয়ে অবস্থা বেশ সঙ্কটে পৌঁছেছে।  

যোশীমঠে উদ্ধারকাজের জন্যে প্রস্তুত রাখা হয়েছে বিভিন্ন বাহিনীকে। পরিস্থিতির ওপর কড়া নজর রেখে চলেছে প্রশাসন। যদি তেমন প্রয়োজন হয়, তাহলে স্থানীয় বাসিন্দাদেরকে যোশীমঠ থেকে স্থানান্তর করার পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। এর আগেও যোশীমঠের এমন অবস্থা হয়েছিল। বলা হচ্ছে, সম্পূর্ণ ভূমিধ্বসের ওপরেই গড়ে উঠেছিল এই শহর।  প্রাচীনকালে কাত্তুরি রাজবংশের সময়েও একই পরিস্থিতি হয়েছিল যোশীমঠের। শুধু তাই নয়, একটি সুইস গবেষক দল জানিয়ে দিয়েছিল যোশীমঠের ভবিষ্যৎ। তাই এই শহরের আশেপাশে বড় কোনো নির্মাণ না করার পরামর্শ দেওয়া হয়েছিল।


যোশীমঠের পাশ দিয়ে বয়ে গিয়ে ধৌলীগঙ্গা নদী গিয়ে মিশেছে বেশ কিছুটা নিচে অলকানন্দা নদীর সাথে। সেই নদীর জল হাইড্রেল প্রজেক্টে নিয়ে আসার জন্যে যোশীমঠের নিচ দিয়ে টানেল তৈরি করার কাজ চলছে। শুধু তাই নয় প্রতি বছর প্রচুর সংখ্যক পর্যটকের চাহিদা মেনে যোশীমঠ শহর জুড়ে নির্মিত হয়েছে অসংখ্য হোটেল এবং বাড়ি। এত বাড়ি নির্মাণে সেভাবে বাধাও দেওয়া হয় নি।  উত্তরাখন্ড রাজ্যের বিভিন্ন জায়াগায় যে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে থাকে তার জন্যে গোটা রাজ্য জুড়ে অপরিকল্পিতভাবে নদী বাঁধ  দেওয়ার কারনকেও সামনে আনা হয়।  কিন্তু কারন যাই  হোক না কেন এই মুহূর্তে চরম সঙ্কটে যোশীমঠ। স্থানীয় বাসিন্দারা প্রহার গুনছেন। স্পষ্ট আতঙ্ক তাঁদের চোখে মুখে। সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে সকলেই। 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages