আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, 17/01/2023 : শিলিগুড়ি ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে কম্বল বিতরণ ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল।
শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের উদ্যোগে মঙ্গলবার ভক্তিনগর ট্রাফিক গার্ড দপ্তর প্রাঙ্গণে দু:স্থ অসহায় মানুষদের হাতে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি এদিন একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিশনার অফ পুলিশ অখিলেশ কুমার চতুর্বেদী(IPS), ডেপুটি কমিশনার অফ পুলিশ (ট্রাফিক)অভিষেক গুপ্তা(IPS), অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ শ্রীমতি পূর্ণিমা শেরপা(WBPS), অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ ট্রাফিক (ইস্ট)পাসাং তপগে ভুটিয়া, ইন্সপেক্টর ইনচার্জ ভক্তিনগর পুলিশ স্টেশন অমরেশ সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
রিপোর্ট : ভাস্কর বাগচী