বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব, ১৪ দিনের জেল শঙ্করের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব, ১৪ দিনের জেল শঙ্করের

Share This
বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব, ১৪ দিনের জেল শঙ্করের


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত,  ০৭/০১/২০২৩ : মাঝ আকাশে বিমানের মধ্যেই সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার অপরাধে শঙ্কর মিশ্রকে  ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হল। 

গত বছর নভেম্বর মাসের ২৬ তারিখে এয়ার ইন্ডিয়ার একটি বিমানের বিজনেস ক্লাসে চড়ে  নিউইয়র্ক থেকে দিল্লীতে আসছিলেন জনৈক শঙ্কর মিশ্র। তাঁর পাশের আসনে বসে ছিলেন সত্তোরোর্ধ  এক বিদেশিনী মহিলা। শঙ্কর পুরোদস্তুর মদ্যপ অবস্থায় ছিলেন। এমন সময় হঠাৎ করেই সে পাশের ঐ  বিদেশিনী মহিলার গায়ে প্রস্রাব করে দেয়।  মুহূর্তে বিমানের মধ্যে হুলুস্থূল বেঁধে যায়।  

শঙ্করের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। তাকে গতকাল ব্যাঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছিল, এরপর তাকে দিল্লীর পাতিয়ালা হাউস কোর্টে হাজির করা হয়েছিল। পুলিশ তিনদিনের জন্যে নিজেদের হেফাজতের জন্যে আবেদন জানিয়েছিল। কিন্তু সেই আবেদন শোনা হবে আগামী ১১ তারিখে। শংকরের হয়ে আদালতে দাঁড়িয়েছিলেন আইনজীবী মনু শর্মা। তিনি আদালতকে বলেন শঙ্করের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে, তাতে একটি ধারা রয়েছে জামিন অযোগ্য, বাকিগুলি জামিন যোগ্য। 

এরপর আদালত শঙ্করকে ১৪ দিনের জন্য জেল হেফাজত দেয়. আপাতত মাঝ আকাশে বিমানের মধ্যে সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার দায়ে অন্তত ১৪ দিন জেলে থাকতে হবে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages