আজ খবর (বাংলা) মালদহ, পশ্চিমবঙ্গ, 03/01/2023 : নতুন দৌড় শুরু করার ঠিক দু'দিনের মাথায় পাথর ছুঁড়ে হামলা চালানো হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে।
রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যে নাগাদ মালদহ জেলার কুমারগঞ্জ স্টেশনের কাছে কেউ কেউ চলন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ওপর পাথর ছুঁড়তে থাকে। ঘটনাটি ঘটেছে মালদহ স্টেশন থেকে 50 কিলোমিটার দুরে কুমারগঞ্জ স্টেশনের কাছে। এই স্টেশনতি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের কাটিহার সাব ডিভিশনের অন্তর্গত।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ওপর পাথর ছোঁড়ার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই তবে 22303 নম্বর ট্রেনটির সি13 নম্বর কোচে একটি কাঁচের জানলা ফেটে গিয়েছে।
বিজেপির তরফ থেকে এই ঘটনার জন্য এনআইএ কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবী করেছে।
Loading...