আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, ০৬/০১/২০২৩ : স্ত্রীকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে খুন করে ফেলল স্বামী। এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাছে গোয়ালটুলি নামের একটি জায়গায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঐ ব্যক্তি তার স্ত্রীকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে গোয়ালটুলিতে তিস্তা নদীর ক্যানেলের ধারে নিয়ে আসে। তারপর সেখানেই সে তার স্ত্রীকে খুন করে। শুধু তাই নয়, স্ত্রীর দেহ দুই টুকরো করে কেটে তিস্তা ক্যানেলের জলে ভাসিয়ে দেয়। নৃশংসভাবে খুন এবং দেহ লোপাটের অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত স্বামী মহাম্মদ আশরাফুল পুলিশকে জানিয়েছিল তার স্ত্রী দিন দশেক ধরে নিখোঁজ রয়েছে। এমনকি গত বছর ২৪শে ডিসেম্বর রেণুকা খাতুন বলে একজন খুন হয়ে যাওয়া মহিলার হারিয়ে যাওয়ার ব্যাপারে মিসিং ডায়রিও করেছিল। পুলিশের সন্দেহ গিয়ে দাঁড়ায় আশরাফুলের ওপর। এরপর তাকে ঠিকমত জেরা করতেই আসল সত্য সামনে চলে আসে।
আশরাফুল স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়ার অছিলায় গোয়ালটুলির তিস্তা ক্যানেলের ধরে আসে। এই জায়গাটি এমনিতেই বেশ ফাঁকা ফাঁকা। বিকেলের পর গোটা এলাকা বেশ নির্জন হয়ে যায়। সেই সুযোগকেই কাজে লাগিয়ে আশরাফুল তার স্ত্রীকে খুন করেছিল এবং ঠান্ডা মাথায় দেহ দুই টুকরো করে দুটি পৃথক বস্তায় ভরে ফেলেছিল। সেই বস্তাগুলিতে পাথরও ভরে দিয়েছিল, যাতে সেগুলি ভেসে না ওঠে। এরপর সেই দুটি পৃথক জায়গায় বস্তা ভর্তি দেহ তিস্তা নদীর ক্যানেলের জলে ফেলে দেয়।
আশরাফুল পুলিশকে জানিয়েছে যে তার স্ত্রী চরিত্রহীন ছিল, একাধিক পুরুষের সাথে তার সম্পর্ক ছিল। কিন্তু পুলিশ জানতে পেরেছে, তার স্ত্রী নয়, আশরাফুল নিজেই বেশ কিছু মহিলার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল, এমনকি সে মাদক ব্যবসার সাথেও যুক্ত হয়েছিল। আজ ক্যানেলের জল প্রবাহ আটকে রেখে খুন হয়ে যাওয়া মহিলার বস্তাবন্দী মৃতদেহের দুই খন্ডই উদ্ধার করেছে পুলিশ।