কেন্দ্রীয় দল পাঠিয়ে অশ্বডিম্ব হচ্ছে : মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কেন্দ্রীয় দল পাঠিয়ে অশ্বডিম্ব হচ্ছে : মমতা

Share This


কেন্দ্রীয় দল পাঠিয়ে অশ্বডিম্ব হচ্ছে : মমতা


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩১/০১/২০২৩ : রাজ্যে মিড্ ডে মিল নিয়ে বিস্তর অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্র সরকার তদন্তকারী দল পাঠিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় তদন্তকারী দল দুই ভাগে ভাগ হয়ে গিয়ে স্কুলগুলি ঘুরে ঘুরে দেখছে। জিজ্ঞসাবাদ করা হচ্ছে শিক্ষক, অশিক্ষক কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের। এদিকে রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ  দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেশ কিছুদিন ধরেই রাজ্যের স্কুলগুলিতে মিড্ ডে  মিল নিয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠছিল। অভিযোগ আসছিল ক্ষুদে পড়ুয়াদের অস্বাস্থ্যকর পরিবেশে যে খাবার দেওয়া হচ্ছে, তার গুণমান আদৌ ভাল নয়। এর মধ্যেই একটি স্কুলের মিড্ ডে মিলের খাবারে মরা টিকিটিকিও পাওয়া যায়। এই নিয়ে প্রতিবাদে মুখর হয়ে ওঠে বিজেপি সহ  রাজ্যের বিরোধী দলগুলি। রাজ্যের মিড্ ডে  মিল নিয়ে ওঠা বিস্তর অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল। দু'দিন ধরে সেই তদন্তকারী দল বিভিন্ন জায়গায় গিয়ে তদন্তের কাজ করছে এবং জিজ্ঞাসাবাদ করছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "কেন্দ্রীয় দল পাঠিয়ে অশ্বডিম্ব হচ্ছে। ডিম্ ডিমা ডিম্ বাজানো হচ্চ্ছে। কেন্দ্র সরকার রাজ্য থেকে করে টাকা তুলে নিয়ে যায়, বিভিন্ন প্রকল্পে সেই টাকার ভাগ রাজ্য সরকার পায়। কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পে আমাদের সেই টাকা দিচ্ছে না। এখনও পর্যন্ত এক লক্ষ কয়েক হাজার কোটি টাকা বকেয়া রয়ে গিয়েছে। কেন্দ্র বরং সেই টাকাগুলো পাঠাক, তদন্তকারী দল পাঠিয়ে কোনো লাভ হবে না।"

১০০ দিনের প্রকল্পের টাকা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, এই অভিযোগ আগেও তুলেছেন মমতা, কিন্তু তাঁর সেই বক্তব্যকে উড়িয়ে দিয়ে রাজ্য বিজেপির বক্তব্য 'রাজ্য সরকার কেন্দ্র সরকারকে অনুদান সংক্রান্ত হিসেবে নিকেশ স্বচ্ছতার সাথে দেয় না। সেই কারণেই এক রকম বাধ্য হয়ে কেন্দ্র সরকার বিভিন্ন অনুদানের টাকা দেওয়া বন্ধ রাখতে চাইছে। এই রাজ্যে কেন্দ্র সরকারের দেওয়া টাকা লুঠ হয়ে যায়। কাটমানি হয়ে চলে যায় রাজনৈতিক নেতাদের পকেটে।'

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages