আজ খবর (বাংলা), গোবরডাঙা, উত্তর 24 পরগণা, 17/01/2023 : উত্তর 24 পরগনার গোবরডাঙায় এবার ওয়ার্ড ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু করে দেওয়া হল।
গোবরডাঙ্গা পৌরসভার সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে 'ওয়ার্ড ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা'র শুভ সূচনা ঘটল ১৭নং ওয়ার্ড থেকে। মঙ্গলবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন গোবরডাঙা পৌরসভার পৌরপ্রধান শংকর দত্ত। মাসাধিককাল ব্যাপী প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে।
শিশু থেকে 12 বছর বয়স পর্যন্ত মোট ২৩টি ইভেন্টের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের শংসাপত্র ও পুরস্কৃত করা হচ্ছে। ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ভবতোষ সরকারের ব্যবস্থাপনায় প্রায় ১৬৪ জন শিশু খেলায় অংশ নেয়। এই প্রতিযোগিতা ঘিরে শিশু এবং অভিভাবকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। সকলেই পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।