আজ খবর (বাংলা), তারকেশ্বর, হুগলী, 04/01/2023 :সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী।
হুগলীর তারকেশ্বর থানার বিষ্ণুবাটি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশকর্মী দেবেন্দ্রনাথ সামুই (৬৩) স্ত্রী মধুমিতা সামুইকে মোটর বাইকে চাপিয়ে নিয়ে সিঙ্গুরে শ্বশুর বাড়িতে ফিরছিলেন। সেই সময় ফেরার পথে হরিপালের ১২ নং রোডের তারকেশ্বর শ্রীরামপুরের রাস্তার গোপীনগর এলাকায় একটি গাছে ধাক্কা মারেন। ঘটনাস্থলে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় মানুষ পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি তড়িঘড়ি হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করে।
পাশাপাশি তাঁর স্ত্রীও গুরুতর আহত হলে হরিপাল গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেলে স্থানান্তরিত করা হয়, যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের সন্দেহ পিছন থেকে বড় ধরনের গাড়ি ধাক্কা মারলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে । পাশাপাশি আরও জানান, পুলিশ আছে, তদন্ত করে গোটা বিষয়টা দেখবে।
রিপোর্ট : জীবন মন্ডল