আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ভারত, ৩০/০১/২০২৩ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে 'কুকথা' বলে ব্যাপক সমালোচনার মুখে পড়লেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
গতকাল কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'র শেষ দিনে সমাপ্তি উদযাপন ছিল। সেই উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতারা। দক্ষিণ ভারত থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রদেশে পদযাত্রা করে ভারত জোড়ো যাত্রা সমাপ্ত হয়েছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে কংগ্রেস পার্টি অফিসের সামনে। গতকাল এই উপলক্ষে শ্রীনগরের কংগ্রেস পার্টি অফিসের সামনে দলীয় পতাকা যেমন উত্তোলিত হয়েছে, ঠিক তেমনই দেশের জাতীয় পতাকাও উত্তোলিত হয়েছে।
গতকাল অন্যান্য রাজনৈতিক দলগুলিকেও আমন্ত্রণ জানিয়েছিল কংগ্রেস, মূলত: যারা বিজেপি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক লড়াই চালাতে চায়। গতকাল শ্রীনগরে এরকম অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের যোগদান করতে দেখা গিয়েছিল। কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াই করতে থাকা তৃণমূল কংগ্রেসকে গতকালের অনুষ্ঠানে হাজির থাকতে দেখা যায় নি।
শ্রীনগরে উপস্থিত সাংবাদিকরা এই বিষয়ে জানতে চেয়েছিলেন কাংগগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই কিঞ্চিৎ মেজাজ হারান অধীর চৌধুরী। তিনি বলেন, "তৃণমূল কেন অনুপস্থিত তার জবাব একমাত্র দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে তিনি যতই মোদী বিরোধিতার কথা বলুন না কেন, তৃণমূলের সাথে বিজেপির একটা অদ্ভুত সম্পর্ক রয়েছে। কি সেই সম্পর্ক তা আমার বোধগম্য হচ্ছে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে চলেছেন তাকে একরকম 'দালালি' বলে।"