আজ খবর (বাংলা), তমলুক, পশ্চিমবঙ্গ, 02/01/2023 : তমলুকে কর্মী সম্মেলনে যোগদান করে রাজ্যের শাসকদের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার তমলুক সাংগঠনিক জেলার ভগবানপুর ১ নং অঞ্চলে ভারতীয় জনতা পার্টির অঞ্চল সম্মেলনে অংশ গ্রহণ করে আগামী পঞ্চায়েত নির্বাচন সহ নানান বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী ।
এদিন জনসভার মঞ্চ থেকে পঞ্চায়েত নির্বাচনে কোমর বেঁধে ভোট ময়দানে নামার আহ্বান জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন "মাথাগুলোকে আমরা বুঝে নেব। আমাদের ওপর ভরসা রাখুন। নিচুতলাদের আপনারা বুঝে নিন।"
এদিন শুভেন্দু অধিকারী কেন্দ্রের প্রকল্পগুলির প্রশংসা এবং সেই প্রকল্পগুলির নাম পরিবর্তন করা নিয়ে শাসকদলকে বিঁধতে ছাড়েন নি। স্বচ্ছ ভারত, কিষান সন্মান, উজ্জ্বলা ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন করে যে ভাবে শাসক দল রাজ্যের প্রকল্প বলে চালাতে চেয়েছিল তা সফল হয় নি বলে কটাক্ষ করেন শুভেন্দু।
বর্তমানে কেন্দ্রের দেওয়া আবাস যোজনা নিয়ে এই রাজ্যে ব্যাপক দুর্নীতি চলছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, "যে যতই দুর্নীতি করুক না কেন কেউ ছাড় পাবে না। যোগী আদিত্যনাথ যেমন উত্তরপ্রদেশকে সাফ করছেন, হিমন্ত বিশ্বশর্মা যেমন আসামকে সাফ করছেন, তেমন এই রাজ্যকেও সাফসুতরো করে তোলা হবে।"
এরপর শুভেন্দু অধিকারী হাওড়ার উলুবেড়িয়াতেও কর্মী সম্মেলনে যোগদান করেন।