আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 17/01/2023 : ফের একবার বিয়ে করে খবরের শিরোনামে চলে এলেন কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম।
দাউদ ইব্রাহিমের ভাইপো আলি শাহ পার্কার এনআইএকে জানিয়েছে, দাউদ সম্প্রতি এক পাকিস্তানি পাঠান মহিলাকে বিয়ে করেছেন। শুধু তাই নয়, পাকিস্তানের করাচি শহরের যে ঠিকানায় দাউদ থাকত সেখানে এখন সে আর নেই, ঠিকানা বদলে দাউদ এখন করাচির নতুন ঠিকানায় নতুন বিবির সাথেই থাকছেন বলে এনআইএকে জানিয়েছেন আলি শাহ পার্কার।
তদন্তকারী এজেন্সি এনআইএ তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে ভারতে দাউদ ইব্রাহিমের দলবল ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তারা বেশ কিছু প্রথম সারির ভারতীয় রাজনৈতিক নেতা ও শিল্পপতিকে টার্গেট করেছে। আলি শাহ দাউদ ইব্রাহিম সম্পর্কে কিছু নির্দিষ্ট তথ্য সমেত তার বংশতালিকা এনআইএ-র তদন্তকারী অফিসারদের হাতে তুলে দিয়েছেন বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে। আলি শাহ এও জানিয়েছে, দাউদ তার প্রথম স্ত্রী মেহ্জবিনকে ডিভোর্স দেওয়ার কথা বলে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু ডিভোর্স দেওয়ার ব্যাপারটা পুরোটা সঠিক নয়। তার প্রথম স্ত্রী মেহজাবিন পুরোন বাড়িতেই বসবাস করছে এবং অনেকের সাথেই হোয়াটআপ কলে যোগাযোগ রাখছে।