আজ খবর (বাংলা), বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ, ৩০/০১/২০২৩ : বিশ্বভারতী এবং নোবেল জয়ী অর্থনীতিবীদ অমর্ত্য সেনের মধ্যে চলা জমি বিতর্কের মাঝেই সোমবার বোলপুরে অমর্ত্য সেনের বাসভবনে জমির নথি নিয়ে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত কয়েকদিন ধরেই বিশ্বভারতীর তরফ থেকে সংবাদ মাধ্যমের সামনে বলা হচ্ছিল যে বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি অন্যায়ভাবে আটকে রেখেছেন অর্থনীতিবীদ অমর্ত্য সেন। অমর্ত্যবাবু সেই জমি অবিলম্বে বিশ্বভারতীকে ফেরত দিন। এই অভিযোগ তুলে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সংবাদ মাধ্যমের সামনে নানারকম বিবৃতি দিচ্ছিলেন, তার সাথে সাথে এটাও দাবী করছিলেন যে অমর্ত্য সেন প্রকৃতপক্ষে নোবেল জয়ী নন। কেননা মূল নোবেল কমিটিতে অর্থনীতির কোনো স্থান নেই।
এই অবস্থায় আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীতে পৌঁছে যান। তিনি সঙ্গে করে সরকারি নথিও নিয়ে যান। তিনি বলেন, "ঐ জমি অমর্ত্য সেনেরই। সরকারি নথিও সেই কথাই বলছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ মিথ্যা কথা বলছে এবং অমর্ত্যবাবুর মত কৃতি মানুষকে প্রতিদিন অসম্মান করে চলেছে। এটা মেনে নেওয়া যায় না। আমরা সরকারি নথি দিয়ে প্রমান করে গেলাম। এরপর রাজ্য সরকার কি আইনি পদক্ষেপ গ্রহণ করে সেটা পরে জানাবো। আগামীকাল আমি মালদহে চলে যাচ্ছি, আমি ফের এখানে আসবো আর বিশ্বভারতীর ছাত্র ছাত্রীদের সাথে কথা বলব। কেন্দ্র সরকারকে তুষ্ট করার জন্যেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এই ধরনের কাজ করে চলেছেন এবং বিবৃতি দিচ্ছেন।"
রাজ্য সরকারের তরফ থেকে নোবেলজয়ী অমর্ত্য সেনকে 'জেড প্লাস ক্যাটাগরি' সুরক্ষা ব্যবস্থা দেওয়া হল। এবার থেকে বোলপুরে প্রতীচী ভবনের একটি ক্যাম্পও বসানো হবে।