খড়দহ পুষ্প প্রদর্শনীর 24 বছর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


খড়দহ পুষ্প প্রদর্শনীর 24 বছর

Share This

খড়দহ পুষ্প প্রদর্শনীর 24 বছর


আজ খবর (বাংলা), খড়দহ, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 02/01/2023 : ২৪ বছরে পদার্পণ করল এ বছরের খরদহ পুষ্প প্রদর্শনী। প্রত্যেক বছরের মতন এ বছরও নতুন বছরের প্রথম দিন ১লা জানুয়ারি উদ্বোধন হল খরদহ পুষ্প প্রদর্শনীর। 

এই পুষ্প প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী (ইসরো) তপন মিশ্র (প্রাক্তন অধিকর্তা), বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী এবং উপস্থিত ছিলেন  ইসরোর বিজ্ঞানী শ্রীমতি অরুন্ধতী মিশ্র। এছাড়া উপস্থিত ছিলেন পুষ্প প্রদর্শনী সম্পাদক ডাক্তার গৌতম মুখার্জী, উপস্থিত ছিলেন প্রাক্তন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তন্ময় ভট্টাচার্য, প্রাক্তন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান চরণ চক্রবর্তী এবং অন্যান্যরা। 

খরদহ অঞ্চলের বিশিষ্ট মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে উদ্বোধন হলো ২৪ তম বর্ষের খড়দহ পুষ্প প্রদর্শনী। এখানে এই পুষ্প প্রদর্শনী ছাড়াও থাকছে বিজ্ঞান প্রদর্শনী। প্রদীপ জ্বালিয়ে এবং পুষ্প প্রদর্শনীর মাঠের ফিতে কেটে সাধারণ মানুষের জন্য পুষ্প প্রদর্শনী এবং বিজ্ঞান প্রদর্শনী খুলে দেওয়া হল। 


খড়দহ পুষ্প প্রদর্শনী আজ থেকে চলবে ৪ ঠা জানুয়ারি পর্যন্ত এই পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান প্রদর্শনী চলবে এই প্রদর্শনীকে কেন্দ্র করে খরদহ অঞ্চলের মানুষের উৎসাহ দেখা যায় এবং প্রথম দিনই চোখে পড়ার মতন মানুষের ভিড় পুষ্প প্রদর্শনীর মাঠে। শুধু খড়দহ অঞ্চলের নয়, আশেপাশে অঞ্চলেরও মানুষ এই খরদহ পুষ্প প্রদর্শনী দেখার জন্য অপেক্ষায় থাকে। দু'বছর করোনার জন্য এই পুষ্প প্রদর্শন সংঘটিত করতে পারা যায় নি। এ বছর পুনরায় পুষ্প প্রদর্শনী এবং বিজ্ঞান প্রদর্শনী শুরু হওয়ায় মানুষও কিন্তু ফুল ফল ডালিয়া গোলাপ দেখবার জন্য ভিড় করেছে। 

এই পুষ্প প্রদর্শনীতে মোট ৭২ জন অংশগ্রহণ করেছে তিন হাজার টব এসেছে চন্দ্রমল্লিকা গোলাপ ডালিয়া চন্দ্র মল্লিকা পমপম ক্যাকটাস অর্কিড বনসাই ফল এবং সবজি এছাড়াও বিজ্ঞান প্রদর্শনীতে ১৬ টি স্কুল অংশগ্রহণ করে প্রত্যেকটি স্কুল থেকে দুটি করে বিজ্ঞানের মডেল নিয়ে আসে ছাত্র-ছাত্রীরা এছাড়াও ব্যক্তিগতভাবে 9 জন বিজ্ঞানের মডেল নিয়ে আসে এই বিজ্ঞান প্রদর্শনীতে। এই বিজ্ঞান প্রদর্শনী এবং পুষ্প প্রদর্শনীতে ৮ থেকে ৮০ সর্বস্তরের মানুষের মন কেড়ে নিয়েছে ফুল এবং ফল সবজি বিজ্ঞানের মডেলগুলি।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages