আজ খবর (বাংলা), রেওয়া, মধ্য প্রদেশ, 06/01/2023 : মধ্যপ্রদেশের রেওয়া অঞ্চলে আজ একটি প্রশিক্ষণ বিমান ভেঙ্গে পড়েছে। শুক্রবার ভোরবেলার এই ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে এবং অপরজন গুরুতরভাবে আহত হয়েছেন।
মধ্যপ্রদেশের রেওয়া অঞ্চলে চোরহাটা এয়ার স্ট্রিপ থেকে ছোট এই বিমানটি উড়েছিল। এই বিমানতি ব্যবহার করা হত প্রশিক্ষণ দেওয়ার কাজে। এটি বেসরকারি একটি এভিয়েশন প্রশিক্ষণ সেন্টারের বিমান ছিল।
রেওয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশিক্ষণ চলার সময় বিমানটি ডুমরী গ্রামের কাছে একটি মন্দিরের চূড়ায় আঘাত করে এবং নিচে ভেঙ্গে পড়। কুয়াশার কারনে খুব সম্ভবত দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা এড়ানো যায় নি বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের। অপরজন গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁকে রেওয়ার সঞ্জয় গান্ধী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে, সেখানেই তাঁর চিকিৎসা চলছে। অকুস্থলে পুলিশ পৌছে গিয়েছে এবং কিভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে।