আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 13/12/2022 : অরুণাচল প্রদেশ অঞ্চলে ভারতীয় সীমান্তে চীনা ড্রোন ঢুকে আসার ঘটনায় দুই দেশের আন্তর্জাতিক সীমান্তে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, অরুণাচল প্রদেশের ইয়াংটসে নামের একটি জায়গায় চীনা ড্রোন উড়তে দেখা গিয়েছে। এই জায়গাটি ভারতীয় ভূখণ্ডে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) অবস্থিত।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে কেন চীনের ড্রোন এদেশের আকাশপথে প্রবেশ করল তার কোনো ব্যাখা এখনও পর্যন্ত পাওয়া যায় নি। তবে ভারতীয় সেনাবাহিনী চীনা ড্রোনগুলির ওপর কড়া নজর রেখেছে। ঐ অঞ্চলে মোতায়েন করা সুখোই এবং রাফায়েল যুদ্ধ বিমানগুলিকে 'এলার্ট' মোডে রাখা হয়েছে। আসামের তেজপুর ও ছাবুয়া অঞ্চলে ভারতীয় বিমানবাহিনীর সুখোই 30 যুদ্ধ বিমানগুলি মোতায়েন করা রয়েছে। উত্তরবঙ্গের হাসিমারায় রয়েছে রাফায়েল বিমান। এছাড়া আসাম সেক্টরে এস 300 এয়ার ডিফেন্স সিস্টেম এই এলাকাকে যথেষ্ট শক্তিশালী করে রেখেছে। আকাশপথে যে কোনো ধরনের হুমকির মোকাবিলা করা যেতে পারে এই ব্যবস্থাপনায়।
অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় ঠিক কি হয়েছিল সেই ব্যাপারে লোকসভায় আজ জানাবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সংসদে শীতকালীন অধিবেশনের পঞ্চম দিনে আজ রাজনাথ সিং লোকসভায় বেলা 12টা এবং রাজ্যসভায় দুপুর দু'টো নাগাদ নিজের বিবৃতি পেশ করবেন। তিনি ইতিমধ্যেই আজ দেশের চীফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সহ অন্যান্য শীর্ষ সেনা আধিকারিকদের সাথে বৈঠক সেরে রেখেছেন।
সূত্র মারফত জানা গিয়েছে গত 9ই ডিসেম্বর অরুণাচল সীমান্তে অন্তত 300 সেনা হামলা চালাতে এসেছিল। তারা বুঝতে পারে নি ভারতীয় সেনারা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। ভারতীয় সেনাবাহিনীর সাথে চীনা সেনাবাহিনীর প্রবল সংঘাত বেঁধে গিয়েছিল। সেই সংঘাতে চীনা সেনারা ভারতীয় সেনাদের হাতে পাল্টা মার খেয়ে ফিরে যেতে বাধ্য হয়। ঐ সংঘাতে ভারতীয় সেনাদের চেয়ে অনেক বেশি পরিমানে আহত হয়েছিল চীনা সেনা জওয়ানরা।