![]() |
সাংসদ জগন্নাথ সরকার। ছবি সংসদ টিভির সৌজন্যে |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 09/12/2022 : নদীয়া জেলায় কি রাজ্যের আর একটি বিমানবন্দর গড়ে তোলা সম্ভব ? আজ এমনই প্রশ্ন সংসদে পেশ করলেন নদীয়া জেলার সাংসদ জগন্নাথ সরকার।
সাংসদ জগন্নাথ সরকার আজ সংসদে নদীয়া জেলায় একটি বিমানবন্দরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, "নদীয়া শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এখানে বহু পর্যটকের ভীড় লেগে থাকে বছরভর। বহু মানুষের আবাস স্থল এই নদীয়া জেলা। এখানে একটি বিমান বন্দর গড়ে উথলে ভাল হয়।"
জগন্নাথবাবু আরও বলেন, "বিশ্বের সবচেয়ে বড় মন্দিরটি নির্মিত হতে চলেছে নদীয়া জেলায়। এই মন্দিরকে ঘিরেও পর্যটকদের উৎসাহ বেড়েছে। এই মন্দির নির্মান হয়ে গেলে দেশ বিদেশ থেকে বহু মানুষের আগমন ঘটবে নদীয়া জেলায়। তাই নদীয়াতে একটি বিমানবন্দর স্থাপিত হওয়া আবশ্যক।"
এই ব্যাপারে সাংসদ জগন্নাথ সরকার কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী জানিয়ে দেন, "বিমান ও যাত্রী পরিষেবা যাত্রী সংখ্যার ওপর নির্ভর করে। তবে জগন্নাথবাবু যদি এই বিষয়ে অসামরিক বিমান মন্ত্রকের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট আবেদন করেন, তবে কেন্দ্র সরকার অবশ্যই বিষয়টি সম্পর্কে গুরুত্ব সহকারে ভেবে দেখবে।"