আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 10/11/2022 : অনশনের ৪৮ ঘন্টা পর এখনও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে অনড় রয়েছে কলকাতা মেডিকেল কলেজের আন্দোলনকারী পড়ুয়ারা।
আমরণ অনশনের আন্দোলন করতে গিয়ে আন্দোলনকারীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। ব্লাড সুগার পড়তে শুরু করেছে, আর একজনের জ্বর এসেছে, এবং দুর্বলতা সহ আরো অনেক শারীরিক সমস্যা দেখা দিয়েছে আমরণ অনশনরত আন্দোলনকারী পড়ুয়াদের। তবুও আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। নিজেদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা তাঁরা নিজেরাই করে নিচ্ছেন। রোগীদের পরিষেবা দেওয়া অব্যাহত রয়েছে বলে দাবী করেছেন আন্দোলন রত পড়ুয়ারা।
আন্দোলনকারীরা বাইশে ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনড়। অন্যদিকে একই সঙ্গে প্রিন্সিপালের পক্ষ থেকে বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হবে কিন্তু বাইশে ডিসেম্বর নয়।
রিপোর্ট : সুব্রত রায়