ডিসেম্বর ধামাকার দিকে তাকিয়ে গোটা রাজ্য - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ডিসেম্বর ধামাকার দিকে তাকিয়ে গোটা রাজ্য

Share This



আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 09/12/2022 : দিন এগিয়ে আসছে। গতকালই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিসেম্বর ধামাকা থেকে এক কদম এগিয়ে চলতি মাসের তিনটি তারিখের কথা ঘোষনা করে দিয়েছেন, যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা গত কয়েক মাস ধরেই বলে আসছিলেন ডিসেম্বর মাসে রাজ্যে বড় 'কিছু' একটা ঘটতে চলেছে, যাকে ডিসেম্বর ধমাকা আখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু ডিসেম্বর মাসে ঠিক কি ঘটতে চলেছে তা নিয়ে খোলসা করেন নি শুভেন্দু অধিকারী। 

পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে শুভেন্দু আধিকারী বলেছেন "ডিসেম্বর মাসে রাজ্যের বড় চোর হাজতে ঢুকতে চলেছে।" পরে এও বলেন, "রাজ্যের সবচেয়ে বড় ডাকাত ধরা পড়তে চলেছে ডিসেম্বর মাসে।" কিন্তু এর চেয়ে বেশি কিছু আর তিনি বলেন নি, যার ফলে তাঁর করা বিবৃতিগুলি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা এবং রহস্য।

ডিসেম্বর ধমাকা নিয়ে শুভেন্দু আধিকারী শেষ যে বিবৃতি দিলেন তা হল, "ডিসেম্বর মাসের 12, 14 আর 21 তারিখ গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং দেখুন কি হয় !" কি হবে তা কিন্তু ঘুণাক্ষরেও ভাঙেন নি তিনি। এদিকে শুভেন্দুর এই ডিসেম্বর ধমাকা বিবৃতিকে একরকম সমর্থনই করে এসেছেন বিজেপির সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং লকেট চ্যাটার্জিরা। 

কিন্তু কি আছে ঐ তিনটি তারিখে ? অভিষেক ব্যানার্জি এবং তাঁর স্ত্রী রুজিরা ব্যানার্জিকে ইডি মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতে চায়। সেই জেরার বিরুদ্ধে আদালতে গিয়েছেন অভিষেক। আগামী 12 তারিখ রয়েছে সেই।মামলার শুনানী। তৃণমূল নেতা অনুব্রত মন্ডলকে দিল্লী নিয়ে গিয়ে জেরা করতে চাওয়ার বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়েছিল, আগামী 14 তারিখ সেই মামলার শুনানী রয়েছে। এছাড়া অভিষেক ব্যানার্জি কাঁথির যে মাঠে জনসভা করে এলেন, সেই মাঠেই আগামী 21শে ডিসেম্বর জনসভা করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তবে রাজ্য রাজনীতিতে এত কিছু ঘটলেও হেল দোল নেই তৃণমূল কংগ্রেসের।  বিজেপির এই রাজনৈতিক হুমকিকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নয় ঘাস ফুল শিবির। তাদের বক্তব্য এই সব করেই বিজেপি রাজ্যের মধ্যে নিজেদের অস্তিত্ব কোন ক্রমে টিঁকিয়ে রেখেছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages