আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 08/12/2022 : ডিসেম্বর ধামাকা নিয়ে বাংলার রাজনীতিতে চর্চা তুঙ্গে উঠেছে।
রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিছুদিন ধরেই সাংবাদিকদের কাছে বলছিলেন যে ডিসেম্বর মাসে রাজ্যবাসী বড় ধরনের রাজনৈতিক ধামাকা দেখতে পাবেন। এই রাজ্য থেকে বড় সড় কেউকেটা ধরা পড়বেন কেন্দ্রীয় এজেন্সির হাতে। এই নিয়ে বেশ সরগরম ছিল রাজ্য রাজনীতি।
তবে এতদিন ডিসেম্বর মাসের কথা উল্লেখ করলেও এবার কিন্তু তারিখ ধরে ধরে ডিসেম্বর ধামাকার বিষয়ে উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, "ডিসেম্বর মাসের 12, 14 আর 21 তারিখ গুরুত্বপূর্ণ, অপেক্ষা করুন এবং দেখতে থাকুন।"
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। এবার কোন বড় নেতা ধরা পড়তে পারে সেই নিয়ে শুরু হয়েছে তরজা। তবে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, "বিজেপি নেতারা তারিখ দেবেন আর কেন্দ্রীয় এজেন্সি সেই তারিখে প্যারেড করবে । যদি সত্যিই দেখা যায় ঐ তারিখগুলিতে কিছু হয়েছে তাহলে এটাই প্রমাণিত হবে যে কেন্দ্রীয় এজেন্সিগুলো বিজেপির অঙ্গুলিহেলনে চলাফেরা করে।"