আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, 22/12/2022 : নিজের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল এক কিশোর, নাম শুভঙ্কর সরকার ,বয়স: ১৩ বছর ।বাড়ি শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ২ নং অঞ্চলের অন্তর্গত ঢাকেশ্বরী কালী মন্দিরের পাশেই ।
বিগত ২০ তারিখ মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি শুভঙ্কর। এবং দোকান থেকে ১৬ হাজার টাকাও নিয়ে গেছে শুভঙ্কর বলে জানা গেছে ।আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজ খবর নিয়েও মেলেনি শুভঙ্করকে, অবশেষে ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন শুভঙ্করের মা কাজলী সরকার ।
কেউ যদি এই কিশোরকে কোথাও দেখে থাকেন তাহলে পরিবারের তরফ থেকে তৎক্ষনাত খবর দিতে অনুরোধ জানানো হয়েছে স্থানীয় থানায় বা আশিঘর পুলিশ ফাঁড়িতে, অথবা ফোন করা যেতে পারে কিশোরের বাড়িতে 6207895662 নম্বরে।