আজ খবর (বাংলা), কান্দি, মুর্শিদাবাদ, 11/12/2022 : দীর্ঘ 5 বছর পর আজ রাজ্যে নেওয়া হল টেট পরীক্ষা। কিন্তু সেই টেট পরীক্ষারই প্রশ্নপত্রে গলদ ধরা পড়ল।
নিয়োগ দুর্নীতির মাঝে হাই ভোল্টেজ রবিবার, সকাল থেকে এদিন আঁটো সাঁটো নিরাপত্তার মধ্যে 2022 টেট পরীক্ষা শুরু হলেও সর্ষের মধ্যে ভূত ধরা পড়ল, টেট পরীক্ষার নির্দিষ্ট একৃ প্রশ্নে ভুল আছে বলে অভিযোগ করা হয়েছে।
টেট পরীক্ষার প্রশ্ন পত্রের 4D সিরিজের প্রশ্নের 104 নম্বর প্রশ্নটি নিয়ে অভিযোগ পরীক্ষার্থীদের। মুর্শিদাবাদ জেলার কান্দির ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে টেট পরীক্ষা দিতে বহরমপুর থেকে এসেছিলেন শুভজিৎ দে । পরীক্ষা শেষ হওয়ার পর তিনি প্রশ্ন ভুলের অভিযোগ করেন এবং তিনি বলেন এই প্রশ্ন ভুল রয়েছে। পর্ষদ যদি নম্বর না দেয়, তাহলে আইনের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই ব্যাপারে অন্যান্য ছাত্র ছাত্রীরাও হুশিয়ারি দেন।