ইউ টিউবে ফেক নিউজ চ্যানেলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিল কেন্দ্র - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ইউ টিউবে ফেক নিউজ চ্যানেলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিল কেন্দ্র

Share This

ইউ টিউবে ফেক নিউজ চ্যানেলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিল কেন্দ্র


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 21/12/2022 : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুগুল-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুন্দর পিচাইয়ের সাক্ষাৎ করেছেন। তাঁদের মধ্যে উদ্ভাবন এবং প্রযুক্তি সহ নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।

সুন্দর পিচাইয়ের এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় বলেছেন;

“সুন্দর পিচাই, আপনার সাথে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো। আমাদের মধ্যে উদ্ভাবন এবং প্রযুক্তি সহ নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। এটি খুব গুরুত্বপূর্ণ যে মানব জাতির সমৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়নের জন্য প্রযুক্তির সুফল পেতে সারা বিশ্বকে একযোগে কাজ করতে হবে।”

ভারতে ভুল তথ্য ছড়ানোর জন্য ৪০ দফা তথ্য যাচাইয়ের পর পিআইবি-র তথ্য যাচাই ইউনিট তিনটি ইউটিউব চ্যানেলকে শনাক্ত করেছে। এইসব ইউটিউব চ্যানেলগুলির ৩৩ লক্ষ গ্রাহক রয়েছে এবং এদের ছড়ানো অসত্য ভিডিও ৩০ কোটি বারেরও বেশি দেখা হয়েছে। 

ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমে ভুয়ো দাবি প্রচারকে শনাক্তকরণের পাশাপাশি এই প্রথমবার পিআইবি সমগ্র ইউটিউব চ্যানেলগুলিকে তুলে ধরেছে। পিআইবি-র তথ্য যাচাইয়ের মাধ্যমে ইউটিউব চ্যানেলগুলিকে নিম্নলিখিতভাবে দেখানো হল : 

ক্রমিক সংখ্যা

ইউটিউব চ্যানেলগুলির নাম

গ্রাহক

কতবার দেখা হয়েছে

১)

নিউজ হেডলাইন্স

৯.৬৭ লক্ষ

৩১ কোটি ৭৫ লক্ষ ৩২ হাজার ২৯০

২)

সরকারি আপডেট

২২.৬ লক্ষ

৮ লক্ষ ৮৩ হাজার ৫৯৪

৩)

আজতক লাইভ

৬৫.৬ হাজার

১ কোটি ২৫ লক্ষ ৪ হাজার ১৭৭

 এইসব ইউটিউব চ্যানেলগুলি ভুল খবর ছড়াচ্ছে এবং ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট, ভারতের মহামান্য প্রধান বিচারপতি, সরকারি প্রকল্প, ইলেক্ট্রনিক ভোট যন্ত্র (ইভিএম), কৃষি ঋণ মকুব নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে এবং এইসব বিষয়গুলি সম্পর্কে স্পর্শকাতর দাবি প্রচার করছে। দৃষ্টান্ত স্বরূপ মিথ্যে খবরগুলি হল যেমন; সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ভবিষ্যৎ নির্বাচনগুলি ব্যালট পেপারে হবে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, প্যান কার্ড রয়েছে সরকার তাদের টাকা দিচ্ছে, ইভিএম নিষিদ্ধ করা হচ্ছে ইত্যাদি। 

এইসব ইউটিউব চ্যানেলগুলিকে পরখ করে দেখা গেছে যে থাম্বনেলের মাধ্যমে টিভি চ্যানেলের লোগো এবং নিউজ অ্যাঙ্কারের ছবি তুলে ধরে এমনভাবে মিথ্যে খবর ছড়াচ্ছে যাতে যারা তা দেখছেন তাদের মনে হচ্ছে খবরটা ঠিক। এইসমস্ত চ্যানেলগুলি তাদের প্রদর্শিত ভিডিও-র সঙ্গে বিজ্ঞাপন দিচ্ছেন এবং ইউটিউবে মিথ্যে তথ্য পরিবেশন করে জনমত আদায় করছে। 

গত এক বছরে পিআইবি-র তথ্য যাচাই ইউনিটের তুলে ধরা এই তথ্যের ভিত্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ১০০রও বেশি ইউটিউব চ্যানেলকে বন্ধ করে দিয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages