আজ খবর (বাংলা), নবদ্বীপ, নদীয়া, 11/12/2022 : নবদ্বীপে মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে বিক্ষোভ ও CBI তদন্তের দাবি বিজেপির মহিলা মোর্চার।
নদীয়ার নবদ্বীপ পুলিশ থানার সামনে এদিন বিকাল আনুমানিক ৪ টে থেকে ৬ টা পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে বিক্ষোভসভা ও নবদ্বীপ আরক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচী নেয় বিজেপির নদীয়া উওর সাংগঠনিক মহিলা মোর্চার তরফে।
এদিনের বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির নদীয়া উত্তর সাংগঠনিক মহিলা মোর্চার সভানেত্রী সপ্তর্ষি মুখার্জি ,রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দী, মহিলা মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্যা মাফুজা খাতুন, নবদ্বীপ জোন ইনচার্জ গার্গী দাস ঘোস ও নবদ্বীপ শহর মন্ডলের বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ।
বিক্ষোভে বিভিন্ন বক্তা বলেন , দীর্ঘ আড়াই মাস আগে একজন ৫০উর্দ্ধের মহিলার নিখোঁজ হওয়ার ঘটনায় নবদ্বীপ থানায় মিসিং ডায়েরি করার পর ও নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে কোনো রকম ওই নিখোঁজ মহিলাকে উদ্ধারের ব্যাবস্থা করা হয় নি।
এ বিষয়ে বক্তারা নবদ্বীপ থানার পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমন করে বলেন,শুধু নবদ্বীপ নয় গোটা রাজ্যেই
পুলিশ প্রশাসন এখন শাসকদল তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।
এমনকি এদিনের বিজেপির বিক্ষোভ কর্মসূচীতে একটি ছবিও দেখতে পাওয়া যায় যেখানে, তৃনমূল কংগ্রেসের পতাকা যুক্ত কোন এক মঞ্চে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিকে সংবর্ধনা নিতে।
এদিন বিজেপির মহিলা মোর্চার কেন্দ্রীয় নেত্রী মাফুজা খাতুন বলেন আমরা এই ঘটনার CBI তদন্তের দাবি জানাচ্ছি এবং অবিল্মবে এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।
এছাড়াও তিনি আরো বলেন ,নবদ্বীপ থানার আই সি এখন নবদ্বীপ শহর তৃণমূলের মঞ্চে গিয়ে সংবর্ধনা নিচ্ছেন । নবদ্বীপ থানাকে তৃনমুলের পার্টি অফিস বানিয়ে তুলেছেন।
নবদ্বীপ জোন ইনচার্জ গার্গী দাস ঘোষ জানান এটা শুধু নবদ্বীপের নয় রাজ্য জুরে এটা একটা ষড়যন্ত্র চলছে।
আমাদের বিচার ব্যাবস্থার প্রতি আস্থা আছে, কিন্তু পুলিশ এখানে কাজ করছে না, পুলিশের ওপরেও আছে বিচার বিভাগ, আমরা শুধু নবদ্বীপের বিষয়ে নয় রাজ্য জুরে যত খুন, ধর্ষন, নাবালিকা নিগ্রহের ঘটনা ঘটছে সব কিছুর cbi তদন্তের দাবী রাখছি,
পাশাপাশি তিনি আরও বলেন পশ্চিম বঙ্গের মহিলারা সুরক্ষিত নয়, তাদের সুরক্ষার জন্য আমরা মাননীয় সরাষ্ট্র মন্ত্রীর কাছেও আবেদন রাখব।
রিপোর্ট : কৌসর আলি