আজ খবর (বাংলা), গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, 24/12/2022 : ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে শুরু হয়েছে বৈগা মেলা।
ধামসা মাদলের তালে ,আদিবাসী নৃত্যের ও সুরের ছন্দে আলোকিত হয়ে জঙ্গলমহলের সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হয়ে এলাকার মানুষের আবেগের মিলনমেলা। ঝাড়গ্রাম জেলা পুলিশ ও আদিবাসী বৈগা সমাজের যৌথ উদ্যোগে গোপীবল্লভপুরের তপসিয়া তে "বৈগা মেলা "তে উপস্থিত হয়ে এলাকার মানুষের হৃদয়ের ছন্দের আলিঙ্গনে আবদ্ধ হলেন জঙ্গলমহলের মানুষের সংস্কৃতি রক্ষার অন্যতম ধারক ও বাহক মন্ত্রী শ্রীকান্ত মাহাত।
বৈগা মেলাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের উচ্ছাস ছিল চোখে পড়ার মত। অবশ্য দুর দূরান্ত থেকে বাস ও অন্যান্য গাড়ি বোঝাই করেও মানুষ এসে ভীড় জমাচ্ছে এই বৈগা মেলায়।
Loading...