আজ খবর (বাংলা), বিলোনিয়া, ত্রিপুরা, 04/12/2022 : সামাজিক অবক্ষয়ের নগ্ন চিত্র আবারো ফুটে উঠলো শনিবার রাতে বিলোনিয়া রেলস্টেশনের পরিত্যক্ত কোয়াটার থেকে।
এই পরিত্যক্ত রেলস্টেশনে রাতের অন্ধকার হলেই নেশা কারবারীদের এবং সমাজদ্রোহীদের আড্ডা স্থলে যেমন পরিনত হয় তেমনি মক্ষিরানীদেরও আনাগোনা বাড়তে থাকে। এই নিয়ে বার বার খবরের শিরোনামে উঠে আসলেও হেলদোল নেই রেল কর্তৃপক্ষ থেকে পুলিশ প্রশাসনের। যার ফলে গতকাল রাতে আবারও নাগর সহ মক্ষিরানী ধরা পড়ল এলাকাবাসীর হাতে।
জানা যায়, পরিত্যক্ত রেল কোয়াটারে ফষ্টিনষ্টি করতে গিয়ে এলাকার কিছু যুবক হাতে নাতে ধরে ফেললো তাদের । ধৃত নাগরের নাম মানিক চৌধুরী, সে আবার CRPF এ কর্মরত। বাড়ি শান্তির বাজার মহকুমাধীন কাঞ্চন নগর মনসা বাড়ি এলাকায়। সে আবার বিবাহিত, তার দুটি সন্তানও রয়েছে।
অপরদিকে পি আর বাড়ি থানাধীন রাঙ্গামূড়া এলাকার বাসিন্দা এক গৃহবধূ বিলোনিয়া শহরের আর্যকলোনী এলাকায় ছেলেকে নিয়ে ভাড়া থাকে। স্বামীর অবর্তমানে মানিক চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে ফষ্টিনষ্টি চালিয়ে যাচ্ছে এই গৃহবধূ। গতকাল রাতেই স্থানীয় কিছু যুবকেরা তাদেরকে আটক করে এবং তুলে দেয় বিলোনিয়া থানার পুলিশের হাতে ।
পুলিশ নাগর সহ মক্ষিরানিকে থানায় নিয়ে আসে। বছর খানেক আগেও এই মানিক ফষ্টিনষ্টি করতে গিয়ে আরও একবার আটক হয় কলেজ স্কোয়ার এলাকা থেকে যদিও তখন এলাকাবাসী উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়। এ বিষয়ে বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাস ঘটনা তুলে ধরে বলেন এদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায়।
রিপোর্ট : বানীব্রত দত্ত