আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 24/12/2022 : বছরের শেষ প্রান্তে এসে আগামী 30 তারিখ রাজ্যবাসী জোড়া উপহার পেতে পারেন। তার মধ্যে একটি হতে চলেছে দ্রুতগামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এবং অপরটি হল জোকা-তারাতলা মেট্রো রেল। এই দুইয়েরই উদ্বোধন দিল্লী থেকে ভার্চুযালি করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী 30 তারিখে স্বপ্নের দৌর শুরু করতে পারে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনটিই দেশের দ্রুততম এবং বিলাসবহুল ট্রেন হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশের 5 রাজ্য ইতিমধ্যেই পেয়ে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এবার পশ্চিমবঙ্গের পালা।
হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশনের মাঝে ইতিমধ্যেই শতাব্দী এক্সপ্রেস চলাচল করে, সময় নেয় প্রায় সাড়ে আট ঘন্টা। বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে 6 দিন চলবে। প্রতি বুধবার বন্ধ থাকবে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছাতে সময় নেবে 7 ঘন্টা 50 মিনিট।
সপ্তাহে 6 দিন হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে সকাল 5টা 55 মিনিটে। নিউ ফরাক্কা স্টেশনে পৌঁছাবে 9 টা 56 মিনিটে। ফের 9 টা 57 মিনিটে ছেড়ে মালদহ স্টেশনে পৌঁছাবে 10টা 40 মিনিটে, মালদহ ছাড়বে 10টা 45 মিনিটে আর নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে দুপুর 1টা 45 মিনিটে।
উল্টো দিকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হাওড়াগামী ট্রেনটি ছাড়বে দুপুর 2টো 50 মিনিটে। মালদহে পৌঁছাবে বিকেল 5টা 45 মিনিটে, ছাড়বে বিকেল 5টা 50 মিনিটে নিউ ফারাক্কা পৌঁছাবে সন্ধ্যে 6টা 24 মিনিটে। সেখান থেকে 6টা 25 মিনিটে ছেড়ে হাওড়া স্টেশনে এসে পৌঁছাবে রাত্রি 10টা 40 মিনিটে।
এক একদিকে মোট 565 কিলোমিটার পাড়ি দিতে বন্দে ভারত এক্সপ্রেস 7 ঘন্টা 50 মিনিট।
এছাড়াও বহু প্রতিক্ষিত মেট্রো রেল দৌর শুরু করতে চলেছে বেহালায়। আগামী 30 তারিখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোকা তারাতলা মেট্রো রেলের উদ্বোধন করতে পারেন ভার্চুযালি। যেহেতু এই সেক্সনে অটো সিগন্যাল সিস্টেম এখনও তৈরি হয় নি তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই লাইনে একটাই ত্রেণ চালানো হবে। অর্থাৎ একটাই ট্রেন সারাদিন যাতায়াত করবে। সেক্ষেত্রে ট্রেন পেতে একটু সময় লাগতে পারে সাধারন মানুষের। তবে জোকা থেকে তারাতলা সাড়ে 6 কিলোমিটার রেলপথে স্টেশন রয়েছে হাতে গোনা। জোকা, ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা ও তারাতলা এই কয়েকটি স্টেশন নিয়েই দৌড় শুরু করতে চলেছে বেহালা মেট্রো রেল।