সিবিআই হেফাজতে লালনের রহস্যমৃত্যুর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সিবিআই হেফাজতে লালনের রহস্যমৃত্যুর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

Share This

সিবিআই হেফাজতে লালনের রহস্যমৃত্যুর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ


আজ খবর (বাংলা), রামপুরহাট, বীরভূম, 13/12/2022 : সিবিআই হেফাজতে বগটুই কান্ডে ধৃত লালন শেখের রহস্যজনক মৃত্যুতে বিক্ষোভে ফেটে পড়লেন বগটুই গ্রামের গ্রামবাসীরা। 

গ্রামবাসীদের অভিযোগ সিবিআই ক্যাম্পে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে লালন শেখকে। সিবিআই-এর যে সব আধিকারি এই ঘটনায় যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শুধু তাই নয়, বগটুই কান্ডে এখনও পর্যন্ত যাদেরকে ধরা হয়েছে তাদেরকে অবিলম্বে ছেড়ে দিতে হবে।

আজ রামপুরহাটে সিবিআই ক্যাম্পের সামনে গ্রামবাসীরা জড়ো হয়ে গো ব্যাক সিবিআই শ্লোগান দিতে শুরু করে। যতক্ষণ না সিবিআই এই কান্ডে ধৃতদের ছেড়ে দিয়ে এলাকা ছেড়ে চলে না যাচ্ছে, ততক্ষণ বিক্ষোভ কর্মসূচী চলবে বলে গ্রামবাসীরা জানিয়ে দিয়েছে। বিক্ষোভ দেখাতে জাতীয় সড়কও অবরোধ করা হয়। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ঐ এলাকায়।

কিভাবে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু হল তা জানতে চেয়ে দিল্লী থেকে নির্দেশ এসেছে। নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেই কারনে বগটুই গ্রামের বিভিন্ন জায়গায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এসডিপিও নিজেও রয়েছেন ঘটনাস্থলে। সিবিআই  ক্যাম্পকে কর্ডন করে ঘিরে রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীও। আজ লালন শেখের মৃতদেহের ময়না তদন্ত করা হবে, তারপর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages