আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 30/12/2022 : হাওড়া স্টেশনে এসে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার কথা থাকলেও মাতৃ বিয়োগের কারনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আসছেন না। তিনি এই উদ্বোধন করবেন ভার্চুয়ালি।
এদিন বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে দৌড় শুরু করবে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। সবুজ পতাকা নেড়ে দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন নরেন্দ্র মোদী। এই শুভক্ষনের সাক্ষী থাকতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও অন্যান্য কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং রেলের আধিকারিকরা।
এদিন একই সাথে জোকা তারাতলা মেট্রোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। বহু প্রতীক্ষিৎ বেহালা মেট্রোর চাকা আজ থেকেই গড়াতে শুরু করবে। এছাড়াও ভার্চুয়ালি আরও কিছু রেল পরিষেবার উদ্বোধনও করা হবে বলে জানা গিয়েছে।
রয়েছে নমামী গঙ্গে সহ গঙ্গা নিকাশী সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপুর্ণ বৈঠক। প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার প্রকল্প পেতে চলেছে রাজ্য।